রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় উন্নয়নের বিজয়রথের যাত্রা অব্যহতঃ তৃণমূল

January 8, 2021 | 2 min read

‘বিরোধী দলেরা অপসংস্কৃতির ধারাপাত রচনা করছে’। এভাবেই বিজেপি সহ অন্যান্য বিরোধী দলকে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

দেখে নেওয়া যাক কি বললেন শিক্ষামন্ত্রীঃ

  • ধংসাত্বক রাজনীতির সামনে দাঁড়িয়ে সৃষ্টির আনন্দে উন্নয়ন করছে তৃণমূল সরকার।
  • বিজেপির লক্ষ্য বাংলার উন্নয়নের গতিশীলতাকে ভেঙে দেওয়া। সর্বত্র ধংসের রাজনীতি।
  • আজ যারা আমাদের বিরুদ্ধাচরণ করছেন, দল বদলু থেকে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের কোন এজেন্ডা নেই।
  • তাদের শুধু চিন্তা কিভাবে বাংলাদের থামিয়ে দেওয়া যায়। বাংলার সংস্কৃতিকে কিভাবে কালিমা লিপ্ত করা যায়।
  • এতো প্রতিকূলতা সত্ত্বেও বাংলায় বেকারত্বের হার কমছে।
  • জাতীয় স্তরে যেখানে বিগত ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ। সেখানে এই রাজ্যে আমরা আমাদের সাধ্য মতো কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছি।
  • আমরা যখন দুয়ারে দুয়ারে, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের অসুবিধের কথা শুনছি, তখন বাকিরা শুধু সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছে।
  • বিরোধী দলেরা অপসংস্কৃতির ধারাপাত রচনা করছে। তার মধ্যে দাঁড়িয়ে যুব সমাজ, কৃষকদের জন্যে বিপুল উন্নয়ন করেছে তৃণমূল সরকার।
  • স্বাস্থ্য পরিকাঠামোতে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে একবছরে। কোন মুখ্যমন্ত্রীকে আমি দেখিনি রাস্তায় দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে। বাংলা এগোচ্ছে, এগোবে।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর বাংলার আপামর জনগণ ভরসা করেন।
  • বিজেপি সংবিধানে আঘাত হানছে। বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা চলছে।
  • বহিরাগতরা এসে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
  • মা মাটি সরকার এই চ্যালেঞ্জের মোকাবিলা করে আম্পান, করোনার দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। তার কোন কৃতিত্ব না দিয়ে দিনভর শুধু ওরা ধংসের কথা বলে চলেছে।
  • ওরা গণতন্ত্র না বাহুবলের ওপর বিশ্বাস রাখে। চরিত্র হনন করে।
  • মানুষ বাংলাকে রক্ষার করার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন।
  • বাংলায় উন্নয়নের বিজয়রথের যাত্রা অব্যহত। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা গড়ার লক্ষ্যে বাংলাকে আরো মজবুত ভিতে দাঁড় করাবেন।
TwitterFacebookWhatsAppEmailShare

#Partha Chattejee, #Trinamool Bhavan, #Trinamool Congress

আরো দেখুন