প্রযুক্তি বিভাগে ফিরে যান

শাওমি বাজারে আনলো রেডমি নোট ৯ প্রো ম্যাক্স, জেনে নিন ফিচার

March 29, 2020 | < 1 min read

ভারতে নতুন স্মার্ট ফোন লঞ্চ করল শাওমি। রেডমি নোট ৯ প্রো ম্যাক্স।এর আগে রেডমি নোট ৯ সিরিজের রেডমি নোট ৯ এবং রেডমি নোট ৯ প্রো লঞ্চ করেছে কোম্পানি। এই ফোনটি তারই আপডেটেড ভারসান।

এক নজরে দেখে নেওয়া যাক এই রেডমি নোট ৯ প্রো ম্যাক্সের ফিচারগুলি:

  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি ফুল এইচডি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৭২০ জি
  • অপারেটিং সফ্টওয়ার: অ্যান্ড্রয়েড ১০ ও এমআইইউআই ১১
  • রিয়ার ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা  + ৮ মেগা পিক্সেল  + ৫ মেগাপিক্সেল ম্যাক্রোক্যামেরা। এছাড়াও ২ মেগাপিক্সেলের সেনসর।
  • ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • মডেল: অরা ব্লু, গ্লেশিয়ার হোয়াইট এবং ইন্টারস্টেলার ব্ল্যাক
  • ব্যাটারি: ৫০২০ এমএএইচ ব্যাটারি
  •  র‍্যাম : ৬ জিবি, ৮ জিবি
  • স্টোরেজ: ৬৪ জিবি, ১২৮ জিবি

দাম

  • ৬ জিবি+৬৪ জিবি  মডেলের রেডমি নোট ৯ প্রো ম্যাক্সের দাম ১৪,৯৯৯ টাকা।
  • ৬ জিবি+১২৮ জিবি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা।
  • এছাড়াও ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা।

রেডমির সব এই ফোনটিরই ডিস্প্লে স্ক্রীন সব থেকে বড়।এই ফোনের ব্যাটারি ২০ দিনের স্ট্যান্ডবাই বলে জানিয়েছে সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Redmi Note 9, #Xiaomi, #Redmi Note 9 Pro Max

আরো দেখুন