নিজামউদ্দিনে করোনা পজিটিভ আরও ২৪, মসজিদ সিল করল পুলিশ
উদ্বেগ বাড়িয়ে দিল্লির নিজামউদ্দিনে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া আরও ২৪ জনের শরীরে মিলল করোনাভাইরাস। এই সমাবেশে যোগ দেওয়া সাতজনের ইতোমধ্যেই মৃত্যু হয়েছে তেলেঙ্গানায়। মঙ্গলবার সকালেই মারকাজ নিজামউদ্দিন নামে ওই মসজিদটি সিল করে দিয়েছে দিল্লি পুলিশ।
ধর্মীয় সংগঠন তাবিলঘি জামাতের হেডকোয়ার্টার দিল্লির নিজামউদ্দিনে। মসজিদটি সিল করার সময় ভেতর থেকে ৮০০ জনকে বের করে আনে পুলিশ। দিল্লির বিভিন্ন জায়গায় এদের কোয়ারানটিনে রাখা হয়েছে। উপসর্গ থাকায় যে ৩০০ জনের করোনাভাইরাসের পরীক্ষা সোমবারই করা হয়, তাদের মধ্যে ২৪ জনের ফল পজিটিভ এসেছে।
নিজামউদ্দিনে যা হয়েছে তা গর্হিত অপরাধ বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। মসজিদ কর্তৃপক্ষের বিুরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজামউদ্দিনে অংশ নেওয়া ছয় জনের তেলেঙ্গানায় মৃত্য হয়েছে এবং একজন মারা যান শ্রীনগরে।