মধ্যপ্রদেশে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুঁড়লো পুলিশ

পুলিসের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হলেও, তাতে কান দেননি কংগ্রেস নেতা-কর্মীরা।

January 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল ভোপাল (Bhopal)। জল কামান থেকে কাঁদানে গ্যাস, সবেরই সাক্ষী থাকল কংগ্রেসের এই মিছিল। এদিন সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা তিন কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ভোপালে। দুপুরের আগেই জওহর চকে হাজির হন বহু কংগ্রেস নেতা-কর্মী। সে সময়ই রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়। মিছিল এগতে থাকে রাজভবনের দিকে। ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, কমল নাথ সহ অন্য কংগ্রেস নেতারা বাসের উপরে বসেছিলেন। পুলিসের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হলেও, তাতে কান দেননি কংগ্রেস নেতা-কর্মীরা। এরপরেই জল কামান ব্যবহার করে মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিস। তাতেও কাজ না হওয়ায়, কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। । ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেসকর্মী এবং পুলিসকর্মী জখম হয়েছেন। আইন বাতিলের দাবিতে এদিন দেরাদুনেও বিক্ষোভ দেখান কৃষকরা। রাজভবন অভিযানের সময় পুলিসের বাধা পেতেই শুরু হয় হাতাহাতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen