লক্ষ্য পরিকাঠামো উন্নয়ন, বাজেটে দরাজ মমতা
বিধানসভায় পেশ রাজ্য বাজেট। অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিক অসুস্থতার কারণে এ বার বাজেটে পেশ করতে পারলেন না। সেই মতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। অল্প কিছু দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্টও ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে তিন মাসের জন্য ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের বাজেটে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী পাঁচ বছরে ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা তৈরি হবে। এর মধ্যে আগামী বছর ১০ হাজার কিমি রাস্তা তৈরি ও সংস্কার করে রাজ্য সড়কের সঙ্গে সংযুক্ত করে নেওয়া হবে।
এছাড়াও, বেশ কিছু সেতু ও উড়ালপথ নির্মাণের কথা ঘোষণা করলেন তিনি। উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দ করা হবে।
দেখে নিন কোথায় কোথায় উড়ালপথ তৈরি হবে:
রুবি থেকে কালিকাপুর উড়ালপথ,
উল্টোডাঙা থেকে পোস্তা বাজার উড়ালপথ,
চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল,
পার্ক সার্কাসে স্কাইওয়াক,
পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ।
পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবহন ক্ষেত্রকে চাঙ্গা করতে বালুরঘাট, মালদহ, কোচবিহার থেকে বিমান চলাচলে ৫০ কোটি বরাদ্দ করেছেন তিনি। অন্ডাল বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে, তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ।