রাজ্য বিভাগে ফিরে যান

প্রভাবহীন রাজ্যে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট

February 12, 2021 | < 1 min read

বাম-কংগ্রেসের(Left-Congress) ছাত্র এবং যুব সংগঠনগুলির সম্মিলিত নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে বামেরা। সেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির(Abbas Siddiqui) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(Indian Secular Front)। তবে সকাল থেকেই কর্মব্যস্ততা চোখে পড়ছে শহর জুড়ে। বেসরকারি বাস, অটো, ট্যাক্সি চলছে। মানুষও বেরিয়েছেন কাজে। হাওড়া(Howrah) এবং শিয়ালদহ স্টেশনে(Sealdah) হরতালের(Strike) সকালে ভিড় অন্যান্য দিনের মতোই।

অন্যান্য বারের মতো শুক্রবারও রাজ্য সরকার জনজীবন স্বাভাবিক রাখতে সচেষ্ট। লালবাজার সূত্রে খবর, শুধু মাত্র মহানগরীতেই মোতায়েন ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন। জোর করে অবরোধ, দোকানপাট বন্ধ এবং গাড়ি আটকানোর চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিন্‌হা রায়।

হরতালের পাশাপাশি এ দিন ছাত্র ধর্মঘটেরও ডাক দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলি। ঘটনাচক্রে শুক্রবারই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলতে চলেছে রাজ্যে। কিন্তু স্কুলে গেলে ছাত্রছাত্রীদের বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে এসএফআই-এর। এ নিয়ে সতর্ক প্রশাসনও। ছাত্রছাত্রীরা যাতে কোথাও বিক্ষোভের মুখে না পড়েন সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে পুলিশকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Strike, #Congress, #Left Front, #ISF

আরো দেখুন