মোদির পর বিজয়বর্গীয়ার বিরুদ্ধেও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, কমিশনে তৃণমূল

যদিও লোকশিল্পীদের প্রসারে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রাশিল্পীদের জন্যেও ব্যবস্থা করা হয়েছে ভাতা।

March 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা টিকা শংসাপত্রে মোদির ছবির পাশাপাশি এবার কৈলাস বিজয়বর্গীয়ার বিরুদ্ধেও কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল (Trinamool)। আজ সাংবাদিকদের একথা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সম্প্রতি একটি জনসভায় কৈলাস বিজয়বর্গীয় ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। নির্বাচন বিধি বলবৎ হওয়ার পর কী করে তিনি তা করতে পারেন সেই নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ। এ বিষয়ে কমিশনে অভিযোগও জানাচ্ছে তৃণমূল।

বিজয়বর্গীয়া ঘোষণা করেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলোচনা করে কীর্তনীয়াদের ৬০ বছর বয়সের পর ভাতা দেওয়ানোর ব্যবস্থা করবেন। যদিও লোকশিল্পীদের প্রসারে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাত্রাশিল্পীদের জন্যেও ব্যবস্থা করা হয়েছে ভাতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen