৮১ শতাংশ কার্যকর কোভ্যাকসিন টিকা

সম্পূর্ণ দেশীয় ভ্যাকসিন কাজ করছে ৮১ শতাংশ। আইসিএমআর এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ‘কোভ্যাকসিন।’

March 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার সম্পূর্ণ দেশীয় ভ্যাকসিন ‘কোভ্যাকসিন’ (Covaxine) ৮১ শতাংশ কার্যকর। বুধবার টিকার চূড়ান্ত পর্যায়ের অন্তর্বর্তী রিপোর্ট প্রকাশ করে একথাই জানিয়ে দিল আইসিএমআর (ICMR)। করোনার সংক্রমণ রুখতে মাত্র আট মাসের মধ্যে এই ভ্যাকসিন আবিষ্কার ও প্রস্তুত করার বিষয়টিকে আত্মনির্ভর ভারতের অন্যতম সাফল্য বলেই দাবি করলেন আইসিএমআরের কর্তারা। বললেন, করোনা মোকাবিলায় এক ধাপ এগিয়ে গেল ভারত। সম্পূর্ণ দেশীয় ভ্যাকসিন কাজ করছে ৮১ শতাংশ। আইসিএমআর এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ‘কোভ্যাকসিন।’

মানবদেহে ‘ফেজ থ্রি ট্রায়াল’ সম্পূর্ণ হওয়ার আগেই ব্যবহারের ছাড়পত্র দেওয়া নিয়ে কোভ্যাকসিনের কপালে বিস্তর সমালোচনা জুটেছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বারবার এই ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর বলে আশ্বাস দেওয়া হলেও বিরোধীদের বক্তব্য থামেনি। তারই মধ্যে বুধবার চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্ট আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সরকার।

গত নভেম্বর মাস থেকে দেশের ২৫টি জায়গায় ২৫ হাজার ৮০০ জনের উপর কোভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হয়েছে। ০.৫ মিলিলিটার করে দুই ডোজের এই ভ্যাকসিন ১৮-৯৮ বছর বয়সের নাগরিকদের উপর প্রয়োগ করা হয়। এর মধ্যে ২ হাজার ৪৩৩ জন স্বেচ্ছাসেবক ছিলেন ষাটোর্ধ্ব। সাড়ে চার হাজার কো-মর্বিড। তারই অন্তর্বর্তী ফলাফল এদিন প্রকাশ হওয়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান তো বটেই, আইসিএমআরও অত্যন্ত খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen