আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

পাকিস্তানে আস্থাভোটে জয়ী ইমরান খান

March 7, 2021 | < 1 min read

সেনেট নির্বাচনে গোহারা হতে হয়েছিল অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখকে। বিড়ম্বনা এড়াতে আস্থাভোটের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান খান। রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা কাটিয়ে শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে সহজেই উতরে গেলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী। বিরোধী শূন্য কক্ষে আস্থাভোটে জয়ী হলেন ইমরান। আস্থাভোট আয়োজনের লক্ষ্যে এদিন বিশেষ অধিবেশন বসে পাক প্রেসিডেন্ট আরিফ আলভির নির্দেশে। পার্লামেন্টের নিম্নকক্ষে মোট সদস্য সংখ্যা ৩৪২। আস্থাভোটে ১৭৮ জনের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন ইমরান খান (Imran Khan)। জয়ের জন্য ১৭২টি ভোটের প্রয়োজন ছিল তাঁর। তবে এদিনের আস্থাভোট হল বিরোধীদের অনুপস্থিতিতে। ১১টি বিরোধী দলের সম্মিলিত মঞ্চ ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট’ (পিডিএম) এদিনের আস্থাভোট বয়কট করে। ফলে কাজটা আরও সহজ হয়ে যায় ইমরানের।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে এদিন আস্থাভোটের প্রস্তাব পেশ করেন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পরে বিরোধীশূন্য কক্ষে আস্থাভোটের ফল ঘোষণা করেন স্পিকার আসাদ কাইজার। তিনি জানান, ১৭৮টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। দু’বছরের বেশি আগে প্রধানমন্ত্রী পদে বসার সময় তাঁর সমর্থনে ভোট পড়েছিল ১৭৬টি। অর্থাৎ, আস্থাভোটে তার চেয়েও বেশি সদস্যের সমর্থন পেয়েছিল তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে সম্মিলিত বিরোধী মঞ্চের সদস্য সংখ্যা ১৬০।

অন্যদিকে, ইমরান খানের নেতৃত্বে ক্ষমতাসীন জোটের সঙ্গে রয়েছেন ১৮০ জন আইনপ্রণেতা। পাকিস্তানের ইতিহাসে ইমরান খান হলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি স্বেচ্ছায় আস্থাভোটের মুখোমুখি হলেন। এর আগে ১৯৯৩ সালে স্বেচ্ছায় আস্থাভোটের মুখোমুখি হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan, #imran khan

আরো দেখুন