রাজ্য বিভাগে ফিরে যান

ঐতিহাসিক নন্দীগ্রাম দিবসেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল

March 12, 2021 | < 1 min read

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তেহার (Trinamool Manifesto) প্রকাশ কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল দলের নেত্রী আহত হওয়ায়। কারণ বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরে তাঁর দলের ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। কিন্তু তা থমকে যায়। এবার সেই জল্পনার অবসান হল।

তৃণমূল সূত্রে খবর খবর, আগামী ১৪ মার্চ রবিবার দলের ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। আগামী ১৪ মার্চই নন্দীগ্রাম দিবস। তা সেই দিনটিকেই বেছে নিল তৃণমূল।
ইস্তেহার প্রকাশ হওয়ার কথা ছিল ৯ মার্চ। মুখমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামে গিয়ে আহত হওয়ায় সেই দিন পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ‘ঐতিহাসিক’ ১৪ মার্চকে ইস্তেহার প্রকাশের জন্য বেছে নিল তৃণমূল।

১৪ মার্চ নন্দীগ্রাম দিবস (Nandigram Dibas) হিসেবে উল্লেখযোগ্য। রাজ্যে পরিবর্তনের জন্য যেমন নন্দীগ্রামের বিশেষ ভূমিকা রয়েছে, তেমনই এবারের নির্বাচনে এপিসেন্টার হয়ে উঠেছে সেই নন্দীগ্রাম। তাই এই দিনটাকে ইস্তেহার প্রকাশের জন্য বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

বুধবার নন্দীগ্রামে গিয়ে জনসংযোগ সময় আহত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তাঁর নন্দীগ্রামেই থেকে যাওয়ার কথা ছিল। পরদিন কলকাতায় ফিরে তাঁর তৃণমূলের ইস্তেহার প্রকাশ করার কর্মসূচি ছিল। কিন্তু পায়ে আঘাত পেয়ে এসএসকেএম-এ ভর্তি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। পিছিয়ে যায় দলের অন্যান্য কর্মসূচিও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Assembly Elections 2021, #Trinamool Manifesto

আরো দেখুন