ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে ৬ হাজার টাকা, ঘোষণা মমতার
প্রকাশিত হল তৃণমূলের ইস্তাহার(TMC Manifesto)। আগামী পাঁচ বছরে বাংলার উন্নয়নের জন্য ইস্তাহারে রয়েছে দিদির ‘দশ অঙ্গীকার'(10Ongikar)। আগামীদিনে রাজ্যের উন্নয়নের রোডম্যাপ বাতলে দিলেন মমতা(Mamata Banerjee) আজ। আর এই ইস্তাহারে সকল পরিবারকে ন্যূনতম মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাস্টারস্ট্রোক দিলেন মমতা।
দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদরা দেশের সরকারকে যে প্রকল্পটি চালু করার পরামর্শ দিয়ে আসছেন, সেই প্রকল্পটি চালু করার প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তাহারে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা হল প্রত্যেকের ন্যূনতম আয়। তিনি ঘোষণা করেছেন, তাঁরা রাজ্যে ফের সরকার গঠন করলে প্রতিটি পরিবার মাসে সরকারের কাছ থেকে ৫০০ টাকা করে পাবেন। তফসিলি জাতি ও উপজাতি পরিবারের ক্ষেত্রে এটি হবে মাসে ১০০০ টাকা।
মমতা জানান, গৃহকর্ত্রীর নামে এই টাকা আসবে। মোট ১.৬ কোটি পরিবার এই টাকা পাবে। ইস্তাহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাড়ির মহিলাদের হাতে অনেক সময় কোনও টাকা থাকে না। এই টাকাটা হাতে থাকলে সবারই কাজে লাগবে।”