করোনায় আক্রান্ত হয়েও প্রচার চালাচ্ছেন হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী? কমিশনে তৃণমূল

কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও। করোনা রোগীর সংস্পর্শের আসার পরও তিনি জেনেশুনে বাংলায় বিজেপির নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন।

April 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনায় (Covid 19) আক্রান্ত হয়েও মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত, এমনই অভিযোগ তুললেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী। রিটার্নিং অফিসারকে এই অভিযোগ জানিয়ে একটি চিঠিও দিয়েছেন নন্দিতার নির্বাচনী এজেন্ট দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে দাবি করা হয়েছে, গত ৬ এপ্রিল রন্তিদেবের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের একটি রিপোর্টের ফোটোকপি-ও দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে। যদিও সেই রিপোর্টের সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

অভিযোগ করা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পরেও তিনি নানা জায়গায় যাচ্ছেন। ভোটারদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করার জন্য রিটার্নিং অফিসারকে আবেদন জানিয়েছেন দেবাশিস।

কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও। করোনা রোগীর সংস্পর্শের আসার পরও তিনি জেনেশুনে বাংলায় বিজেপির নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen