দেশ বিভাগে ফিরে যান

দেশে লকডাউন বাড়ল ৩ মে পর্যন্ত, কিছু ক্ষেত্রে শর্তাধীন ছাড় ২০ এপ্রিলের পর

April 14, 2020 | < 1 min read

দেশে ৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, করোনা মোকাবিলায় এই পদক্ষেপ জরুরি। মুখ্যমন্ত্রীরাও এই কথা বলেছেন।

দেশে লকডাউন বাড়ল ৩ মে পর্যন্ত প্রধানমন্ত্রী -নরেন্দ্র মোদি। সংগৃহীত চিত্র

হটস্পটগুলিকে কড়া নজরে রাখতে হবে। নতুন হটস্পট করতে দেওয়া যাবে না। ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যগুলিতে কেমন লকডাউন পালন হচ্ছে তার নিবিড় মূল্যায়ন করা হবে। যেখানে হটস্পট কমবে বা থাকবে না, সেখানে কিছু জরুরি ক্ষেত্রে শর্তাধীন ছাড় দেওয়া হবে। তবে শর্তপালন না করলে অনুমতি প্রত্যাহার করা হবে, এ সম্পর্কে সরকারের তরফে বুধবার বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। তাঁর দাবি, আক্রান্তের সংখ্যা ১০০ পৌঁছনোর আগেই বিদেশ থেকে আসা লোকজনের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। যখন সংখ্যা ৫৫০ ছিল তখনই ১২ দিনের লকডাউন জারি করা হয়েছে। অন্যদেশের তুলনায় তাতে ভালো ফল মিলেছে।

তাঁর সাত দফা পরামর্শ –১) বাড়ির প্রবীণদের, বিশেষ করে, যাঁদের শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের দিকে খেয়াল রাখতে হবে। ২) লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। ৩) আয়ুশ মন্ত্রকের পরামর্শ মেনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ৪) সবাই আরোগ্যসেতু অ্যাপ ডাউনলোড করুন। ৫) যখনই সম্ভব গরিব পরিবারকে সাহায্য করুন, ৬) নিজেদের ব্যসায় সহকর্মীদের সাহায্য করুন এবং কোনও কর্মীকে ছাঁটাই করবেন না। এবং ৭) ডাক্তার, নার্স, সাফাইকর্মীদের সম্মান করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Lockdown2

আরো দেখুন