৪ দিনে আক্রান্ত সাড়ে ১৩ লক্ষ! দেশজুড়ে অব্যাহত মৃত্যু মিছিল
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ (Covid19 India) যেন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় ক্রমশ কাঁপুনি ধরাচ্ছে। এই মুহূর্তে কোভিড শিখরে পৌঁছে গিয়েছে ভারত। গত চার দিনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ। চলছে মৃত্যুমিছিল। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছুঁইছুঁই। এই নিয়ে মোট চারদিন ধরে তিন লাখের গণ্ডি টপকে যাচ্ছে ভারত। আমেরিকাতেও করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা এতদুর পৌঁছতে পারেনি। বিশেষজ্ঞদের অনুমান মে মাসেই আমেরিকাকে টপকে শীর্ষ স্থানে চলে আসবে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। ফলে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২। একদিনে মৃত্যু হয়েছে ২৭৬৭ জনের। যা ফের এক রেকর্ড। দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৩১১। গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ১১৩ জন। দেশে মোট কোভিডকে জয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ১১০। এদিকে, চিকিৎসকদের ভাবাচ্ছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। যা এই মুহূর্তে পৌঁছেছে ২৬ লাখ ৮২ হাজার ৭৫১-তে।
অন্যদিকে, দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ। কেজরি প্রশাসনের হাতে নেই পর্যাপ্ত অক্সিজেন। পরিস্থিতি মোকাবিলায় এবার অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে সাহায্য চেয়েছন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের উদ্দেশে আবেদন জানাচ্ছি কোনও রাজ্যের হাতে অতিরিক্ত অক্সিজেন থাকলে তা দিল্লিকে দিন। কেন্দ্রীয় সরকার আমাদের সাহায্য করছে। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে যা পরিকাঠামো রয়েছে তা পর্যাপ্ত নয়।’ এদিকে বাংলাতেও অক্সিজেনের সংকট দেখা দিতে পারে আশঙ্কা করা হচ্ছে এমনটাই। এই পরিস্থিতিতে কেন্দ্রেকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এখনও বাংলায় প্রবল অক্সিজেন সংকট না হলেও যেভাবে করোনার সংক্রমণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে, তাতে অদূর ভবিষ্যতে সেই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই আন্দাজ করেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণকে শুক্রবার অক্সিজেন সরবরাহ নিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।