তলোয়ারের কোপে হাতছিন্ন এএসআইকে প্রোমোশন দিল পঞ্জাব পুলিশ
লকডাউনে বাধা দেওয়ায় তলোয়ারের কোপে পঞ্জাব পুলিশের এক অফিসারের হাত কেটে নিয়েছিল দৃষ্কৃতীরা। পাতিয়ালা সবজি মান্ডির ওই ঘটনায় আক্রান্ত এএসআই হরজিত্ সিংকে বৃহস্পতিবার সাব-ইনস্পেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাতেই এই পদন্নতি বলে পঞ্জাব পুলিশের তরফে এদিন জানানো হয়েছে।
গত রবিবার পঞ্জাবের পাতিয়ালার সবজি মান্ডিতে আক্রান্ত হয়েছিলেন পঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর হরজিৎ সিং। রবিবার সকালে ওই সবজি বাজার বন্ধ করার জন্য পুলিশ গিয়েছিল। সেই দলেই ছিলেন এএসআই। তাঁর উপর তলোয়ার নিয়ে চড়াও হয় হামলাকারীদের একজন। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। হামলার জেরে জখম হন আরও দুই পুলিশকর্মী।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাতিয়ালা সবজি মান্ডি গার্ড রেল দিয়ে ঘিরছিল পুলিশ। ঠিক সেই সময়েই একটি গাড়ি গার্ড রেলকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলিশকর্মীরা যখন ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করছেন, সে সময় হরজিৎ সিংহের দিকে তলোয়ার উঁচিয়ে তেড়ে আসে এক ব্যক্তি। হরজিৎ আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচার চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি। সরাসরি তাঁর হাতে কোপ বসায় ওই দুষ্কৃতী।