রাজ্য বিভাগে ফিরে যান

মে দিবসে শ্রমজীবি মানুষদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

May 1, 2021 | < 1 min read

বিশ্বের সমস্ত শ্রমজীবি মানুষকে টুইট করে শ্রম দিবসের (International Workers Day) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে মুখ্যমন্ত্রী এও লেখেন লকডাউনে রাজ্য সরকার সব সময় শ্রমজীবি মানুষদের পাশে থেকেছে এবং দুটি নতুন প্রকল্পের সূচনা করেছে। পরিযায়ী শ্রমিকদের জন্যে স্নেহের পরশ এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যে প্রচেষ্টা।

তিনি আরও জানান অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সরকার সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ, সুবিধা দিয়ে থাকে। প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও প্রদান করা হয় তাদের। আর এর পুরো টাকাটাই দেয় রাজ্য সরকার। শ্রমিকদের থেকে একটি টাকাও নেওয়া হয় না।

প্রসঙ্গত, সামাজিক সুরক্ষা যোজনায় রাজ্য সরকার প্রতি শ্রমিকের নামে মাসে ৫৫ টাকা করে জমায়। ৬০ বছর হয়ে গেলে শ্রমিকরা এক কালীন আড়াই লক্ষ টাকা পেয়ে থাকেন। এই প্রকল্পে মেয়ের বিয়ের ক্ষেত্রেও তারা কিছু সুযোগ, সুবিধা পেয়ে থাকেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Labour Day

আরো দেখুন