রাজ্য বিভাগে ফিরে যান

‘নজর ঘোরাতেই নারদে গ্রেপ্তারি’ বিজেপিকে তোপ দেবাংশুর

May 17, 2021 | 2 min read

নারদ কাণ্ডে গ্রেফতার রাজ্যের চার হেভিওয়েট নেতা-মন্ত্রী।প্রতিহিংসামূলক রাজনীতির জন্য BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে CBI, অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, ‘করোনায় গোটা দেশে মড়ক লেগেছে। আর এই মড়কের থেকে নজর ঘোরাতেই বাংলার নেতামন্ত্রীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন মোদী-শাহ।’

নিজের ফেসবুক লাইভে দেবাংশু বলেন, ‘নারদ ফুটেজে শুভেন্দু অধিকারী, মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডাকেও দেখা গিয়েছিল। কিন্তু তাঁরা কেউ বিধানসভায় বিরোধী দলনেতা আবার কেউ BJP-র সর্বভারতীয় সভাপতি।তাই তাঁদের গ্রেফতার করা হচ্ছে না।’ যুব তৃণমূল নেতা দেবাংশু আরও বলেন, ‘উত্তরপ্রদেশে মড়ক লেগেছে। হাসপাতালে জ্যান্ত মানুষদের কোনও জায়গা নেই, শ্মশানে লাশের স্তূপ।লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে গঙ্গায়।

গোটা দেশে তথৈবচ অবস্থা। আর পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই বাংলার রাজনীতিবিদদের গ্রেফতার করানোর পন্থা নিয়েছে BJP।’ পাশাপাশি, দেবাংশুর কথায়, ‘ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। কিন্তু তৃণমূল প্রশাসনের অন্যতম স্তম্ভ ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করলে করোনা মোকাবিলায় দুটি শক্ত হাত ভেঙে যাবে। রাজ্যের করোনা পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণে না আসে সেজন্য এই চক্রান্ত করেছে BJP।’ টাকার লোভে ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দুই ভাই বসে খালি হাতে ঢোল বাজাচ্ছে, এদিন

অমিত শাহ এবং মোদীকে তোপ দেগে এমনটাই বলেন তিনি।

প্রসঙ্গত, নারদ কেলেঙ্কারি (Narada Scam Case) তদন্ত মামলায় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে CBI।এই প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় জানান, এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক পদক্ষেপ। একুশের নির্বাচন হেরে যাওয়ার পর কেন্দ্রীয় BJP-র নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে CBI। এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সৌগত রায় জানান, রাজ্যপাল কেন চার্জশিট প্রসঙ্গে অনুমতি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। আদালতে মোকাবিলা হবে।তৃণমূল নেতা তাপস রায় জানান, রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই গ্রেফতারি। নিজেদের পরাজয় মানতে পারেনি BJP। এদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, গ্রেফতারির জন্য রাজ্যপালের অনুদান দেওয়া অবৈধ। তাঁর গ্রেফতারের অনুমোদন দেওয়ার কোনও ক্ষমতা নেই। তিনি প্রশ্ন তোলেন মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না? তিনি আরও বলেন, ‘রাজ্যপাল একটা দৈত্য, রক্ত খেকো বাঘ।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #CBI, #narada case

আরো দেখুন