‘দুদিন কিছু খাইনি’, আদতে যাত্রাশিল্পীর অভিনয়! ভুয়ো ভিডিয়ো শেয়ার ‘বেঙ্গল বিজেপি’র
‘দু’দিন ধরে কিচ্ছু খেতে পারছি না। আমাদের দেখুন মুখ্যমন্ত্রী। খেতে দিতে না পারলে আমাদের মেরে ফেলুন।’ গত ১৭ এপ্রিল ট্যুইটারে বেঙ্গল বিজেপি নামের অ্যাকাউন্ট থেকে এক বৃদ্ধের এই কথাগুলি বলা একটি ভিডিয়ো শেয়ার করা হয়। সঙ্গে লেখা হয়, ‘শুনতে পাচ্ছ কি মানুষের কান্না! তৃণমূল। রেশন লুঠ বন্ধ করুন।’ লকডাউনে বহু গরিব মানুষের খাওয়ার জোটাতে সমস্যা হচ্ছে। এরই মধ্যে রেশন নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এ রাজ্য। তার মধ্যেই এমন একটি ভিডিয়ো সামনে আসতেই শোরগোল পড়ে যায়।
৫৭ সেকেন্ডের ভিডিওতে, নিজেকে বসিরহাটের বেগমপুরের বাসিন্দা দাবি করা এক প্রৌঢ় বলতে থাকেন, গত দুদিন ধরে খেতে পাচ্ছেন না তিনি ও আরও অনেকে। নাম করা হয় স্থানীয় তৃণমূল বিধায়ক ও সাংসদেরও।
এই ভিডিয়ো সামনে আসার পরই সক্রিয় হয় প্রশাসন। আর তাতেই ধরা পড়ে যায় কারসাজি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খাবার পাচ্ছি না বলে অভিযোগ করা ওই বৃদ্ধ একজন যাত্রাশিল্পী। এরপরই এক গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে, মিথ্যা অভিযোগ করার দায়ে মোবারক মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি একসময় যাত্রাশিল্পী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
যদিও গ্রেফতার হওয়া ওই ব্যক্তির দাবি, কয়েকজন স্থানীয় যুবক তাঁকে অভিনয় করে দেখাতে বলেছিল যে খাবার পাচ্ছেন না তিনি। সেই অভিনয় করে দেখানোর পরই তা ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ওই বৃদ্ধের দাবি, তাঁর খাবার নিয়ে কোনও অসুবিধা হচ্ছে না। তিনি সরকারের থেকে সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন।
এ বিষয়ে ট্যুইট করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকেও। তাতে লেখা হয়েছে, ‘উত্তর চব্বিশ পরগনার যাত্রাশিল্পীকে দিয়ে বাংলার রেশন সংক্রান্ত সম্পূর্ণ ভুল তথ্য প্রয়োগ ও পরিবেশন। তাঁর ডিজিটাল রেশন কার্ড আছে এবং গত ২ এপ্রিল, ২০২০-তে তিনি রেশন সংগ্রহও করেছেন। দোষীদের গ্রেফতার করা হবে। সাবধানে থাকুন। দায়বদ্ধ থাকুন।’
বিজেপি নেতা সায়ন্তন বসুর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে ভুয়ো ভিডিয়ো নিয়ে কিছু না বলে তাঁর দাবি, ‘আমরা অনেক জায়গায় সরকার চালাচ্ছি। সেখানে রেশন নিয়ে কোনও অভিযোগ নেই। কিন্তু এ রাজ্যে এই পরিস্থিতিতেও রেশন দুর্নীতি চলছে।’ তৃণমূল অবশ্য বলছে, মুখোশ খুলে গেছে বিজেপির। নোংরা রাজনীতির জবাব তারা পাবেই।