খেলা বিভাগে ফিরে যান

৭২ বছরের রেকর্ড ভাঙলেন কাইল জেমিসন

June 21, 2021 | < 1 min read

৩১ রানে পাঁচ উইকেট। রোহিত শর্মাকে ফিরিয়েছিলেন শনিবারই। রবিবার নিলেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরাহর উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিধ্বংসী বোলিংয়ে কাইল জেমিসন (Kyle Jamieson) ভাঙলেন ৭২ বছরের পুরানো একটি রেকর্ড। গত বছরের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসারের। এটা তাঁর কেরিয়ারের অষ্টম টেস্ট। ভারতের প্রথম ইনিংসের পর তাঁর ঝুলিতে ৪৪টি টেস্ট উইকেট, যা নিউজিল্যান্ডের (New Zealand) ক্রিকেট ইতিহাসে রেকর্ড। জীবনের প্রথম আট টেস্টের পর কিউয়িদের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এতদিন ছিল জ্যাক কোয়ির। ১৯৩৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে আট টেস্টে তিনি নিয়েছিলেন ৪১টি উইকেট। কোহলিকে ফিরিয়ে তাঁকে স্পর্শ করেছিলেন জেমিসন। আর পন্থের উইকেট নিয়ে পেরিয়ে গেলেন কোয়িকে। এই তালিকায় জেমিসন, কোয়ির পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে শেন বন্ড (৩৮ উইকেট), ডাগ ব্রেসওয়েল (৩৩ উইকেট), হেডলি হোয়ার্থ (৩২ উইকেট)।

সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারে পঞ্চমবারের জন্য ইনিংসে পাঁচ উইকেট নিলেন জেমিসন। তাঁর ৪৪টি উইকেট এসেছে অবিশ্বাস্য ১৪ গড়ে। এর মধ্যে একবার ম্যাচে ১০ উইকেটও রয়েছে। টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ৯৬টি মেডেন ওভার করেছেন তিনি। মজার হল, হাইস্কুলে পড়ার সময় পর্যন্ত বোলিং করতেন না জেমিসন। কিন্তু, দেরিতে হলেও বল হাতে তুলে নিয়ে ভেল্কি দেখাচ্ছেন তিনি।

বোর্ডের ১০ কোটি অনুদান: ওলিম্পিকসে ছাড়পত্র পাওয়া ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতিতে ১০ কোটি অনুদান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এমারজেন্ট অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Zealand, #Kyle Jamieson

আরো দেখুন