বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, লজ্জার হার ভারতের
সাউদাম্পটনের মাঠে বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড। ষষ্ঠ (অতিরিক্ত) দিনে তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৯ রান করতে হত নিউজিল্যান্ডকে। মাত্র ৪৫.৫ ওভারে, মাত্র ২ উইকেটে হারিয়ে সেই রান তুলে দেয় কিউইরা। অর্ধশতক করে অপরাজিত থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
এর আগে দুই ইনিংসে ২১৭ আর ১৭০ রান করে টিম ইন্ডিয়া। জেমিসন, সাউদি আর বুল্টের আগুনঝরা পেস বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ভারতের কোনও ব্যাটসম্যানই।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ২৪৯ রান করেও লিড নেয়, ইশান্ত এবং মহম্মদ সামির ভালো বোলিংয়ের সুবাদে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র ১৭০ রান করে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
চ্যাম্পিয়ন হয়ে নিউজিল্যান্ড জিতে নিলো ১.৬ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার। সেইসঙ্গে টুর্নামেন্ট জয়ের ট্রফিও। অন্যদিকে রানার্স আপ হয়ে ভারত পেলো ৮০০,০০০ মার্কিন ডলার আর্থিক মূল্যের পুরস্কার।
প্রায় ২ বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই প্রথমবার টেস্ট ক্রিকেটে কোনও বিশ্ব চ্যাম্পিয়ন দল নির্ধারিত হল।
উল্লেখ্য, বৃষ্টির কারণে সাউদাম্পটনে খেলা হয়নি প্রথম ও চতুর্থ দিনে। তবে পঞ্চম দিনে দেরি করে খেলা শুরু হলেও শেষ হয় নির্ধারিত সময়েই। দীর্ঘ বৃষ্টির বিঘ্নতার পরে বুধবার রিজার্ভ-ডে-তে (ষষ্ঠ দিনে) আলো ঝলমলে দিন ছিল সাউদাম্পটনে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২১৭ ও ১৭০
নিউজিল্যান্ড: ২৪৯ ও ১৪০/২
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।