← খেলা বিভাগে ফিরে যান
অলিম্পিক্সে কাল নামছেন সিন্ধু, এবার কাটবে পদকের খরা?
মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো।
আগামীকাল কী একটাও পদক আসবে? দেখে নিন কারা ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামীকাল।
শুটিং (২৫ মিটার পিস্তল মহিলা)
- সকাল ৫:৩০- মানু ভাকের/ রাহি স্বর্ণবৎ
আর্চারি (মহিলা একক, ১/৮ এলিমিনেশনস)
- সকাল ৬- দীপিকা কুমারী/ সেনিয়া পেরোভা
অ্যাথলেটিকস (পুরুষ একক)
- সকাল ৬:১৭- অবিনাশ মুকুন্দ সবলে
হকি (মহিলা দল)
- সকাল ৮: ১৫- ভারত/ আয়ারল্যান্ড
বক্সিং (মহিলা ৫৭- ৬০ কেজি, ১৬ রাউন্ড)
- সকাল ৮:১৮- সিমরজিৎ কর/ সুদাপর্ন সিসন্ডি
অ্যাথলেটিকস (পুরুষ, ৪০০ মিটার)
- সকাল ৮:২৭- এমপি জাবির
সেইলিং (মহিলা)
- সকাল ৮:৩৫- নেত্রা কুমানান
স্কিফ (পুরুষ)
- সকাল ৮:৩৫- বরুণ ঠাক্কার
বক্সিং (মহিলা ওয়াল্টার কোয়ার্টার ফাইনাল)
- সকাল ৮:৪৮- লোভলিনা বরগোহেইন/ নিন চিন চেইন
গল্ফ (পুরুষ রাউন্ড ২)
- সকাল ৮:৫২- অনির্বাণ লাহিড়ী
সেইলিং (পুরুষ)
- সকাল ১১:০৫- বিষ্ণু সারাভানান
গল্ফ (পুরুষ)
- সকাল ১১:০৯- উদয়ণ মানে
ব্যাডমিন্টন
- দুপুর ১:১৫- পি ভি সিন্ধু/ এখানে ইয়ামাগুছি