অভিষেকের পথে হেঁটেই দিল্লি ধর্ষণকাণ্ডে সরব কংগ্রেস
ন’বছরের এক বালিকাকে (Delhi rape case) ধর্ষণ করে খুনের অভিযোগ। শুধু তা-ই নয়, নিগৃহীতার পরিবারকে হুমকি দিয়ে পুলিশকে না জানিয়ে হামলাকারীরা দেহটি দাহও করে দেয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে ফের উত্তপ্ত রাজধানী।
এই মর্মান্তিক ঘটনা ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ দুপুরে পৌনে দুটো নাগাদ টুইট করেন তিনি।
এরপরই রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) টুইট করে বলেন এই নৃশংস ঘটনা নিয়ে সংসদে প্রতিবাদ জানাবে তৃণমূল। চ্যালেঞ্জ করে তিনি বলেন, দেখা যাক আমাদের বলতে দেওয়া হয় না কণ্ঠরোধ করা হবে। দুপুর দুটোই অধিবেশন শুরু হলে সরব হয় তৃণমূল কংগ্রেসের সাংসদরা। প্রতিবাদ করা হয় সংসদের দুই কক্ষেই। কিন্তু হৈ হট্টগোলে মুলতুবি হয়ে যায় অধিবেশন।
আর দিনের শেষে, তৃণমূলের পদাঙ্ক অনুসরণ করে এই ইস্যু নিয়ে সরব হল কংগ্রেস। সন্ধ্যা ছটার সময় টুইট করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেশের রাজধানীতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা নিয়ে এত দেরিতে কেন তিনি মুখ খুললেন তা নিয়েও প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রথম দিন বৃষ্টি উপেক্ষা করে সাইকেল করে সংসদ অভিযান করেছিলেন তৃণমূলের (Trinamool) সাংসদরা। আজ তারই পুনরাবৃত্তি হয় যখন রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা সাইকেলে সংসদে যান। তৃণমূলের দেখানো পথেই যে চালিত হচ্ছে জাতীয় রাজনীতি, তা আবার প্রমাণিত হলে।