প্রযুক্তি বিভাগে ফিরে যান

ফেসবুকে ‘কেয়ার’ ইমোজি চালু করবেন কিভাবে

May 3, 2020 | < 1 min read

ফেসবুক নতুন ইমোজি চালু করেছে। নাম কেয়ার ইমোজি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে লকডাউনে মানুষজন আগের চেয়ে বেশী সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়েছে।

ফেসবুকে ‘কেয়ার’ ইমোজি চালু করবেন কিভাবে

পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হয়েছে ফেসবুক। ফেসবুক অ্যাপ ও মেসেঞ্জার অ্যাপে নতুন এই ইমোজি ব্যবহার করা যাচ্ছে। প্লেস্টোর থেকে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ আপডেট করে নিলেই কেয়ার ইমোজি উপভোগ করতে পারবেন।

ফেসবুক, মেসেঞ্জারে যোগ করার জন্য এরই মধ্যে হার্টের আদলে একাধিক ‘কেয়ার’ ইমোজি প্রস্তুত করা হয়েছে। কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#technews, #Facebook, #Care Emoji

আরো দেখুন