শুরু কলকাতা-লন্ডন বিমান পরিষেবা
আগামী রবিবার দ্বিতীয় উড়ান।
August 23, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শুরু কলকাতা-লন্ডন (Kolkata London) বিমান পরিষেবা (Flight Service)। দীর্ঘ ন’মাস পর এই রুটে বিমান চলাচল শুরু হল। দুই দেশের মধ্যে একটি চুক্তির ভিত্তিতে এই বিমান পরিষেবা শুরু হয়েছে।
শনিবার মাঝরাতে কলকাতায় নামে লন্ডন থেকে আসা বিমান। যাত্রী ছিলেন মাত্র ৩১ জন। পরে রবিবার ভোরে ওই বিমানটি কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। তাতে যাত্রী ছিলেন ৪৮ জন। বিমানে আসন সংখ্যা ছিল ২৩৮।
আগামী রবিবার দ্বিতীয় উড়ান। সেক্ষেত্রে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করেছে বিভিন্ন ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন।