আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ব্রাজিলের সাপের বিষে মিলতে পারে করোনা থেকে মুক্তির উপায়, দাবি করছেন গবেষকরা

September 6, 2021 | < 1 min read

বিষে বিষক্ষয়! বিষধর সাপের (Snake) বিষ (Venom) থেকে তৈরি ওষুধে রোগমুক্তি সম্ভব। ইতিমধ্যে তার প্রমাণও মিলেছে। এবার করোনা (Corona) দমনেও হাতিয়ার হয়ে উঠতে পারে এই বিষ। ব্রাজিলের (Brazil) সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি তেমনই। তাঁদের দেশে পাওয়া জারারাকুসু নামক পিট ভাইপার প্রজাতির সাপের বিষেই নাকি লুকিয়ে রয়েছে করোনা দমনের মহাঔষধ। পরীক্ষায় প্রাথমিকভাবে তার সাফল্যও মিলেছে। সম্প্রতি বাঁদরের শরীরের কোষে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল এই সাপের বিষের উপাদান। তারপর দেখা গিয়েছে, প্রাণীকোষে করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া অনেকটাই কমে গিয়েছে।

ভাইরাসের সংখ্যাবৃদ্ধি প্রায় ৭৫ শতাংশ থামিয়ে দিয়েছে। মূলত প্রাণীর দেহে প্রবেশের পর সংখ্যাবৃদ্ধি করতে থাকে কোভিড-১৯। কিন্তু এই সাপের বিষে পাওয়া উপাদান করোনার বংশবৃদ্ধি রুখতে সক্ষম হওয়ায় আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মলিকিউলেস জার্নালে এই গবেষণাটি প্রকাশ পেয়েছে। ব্রাজিল, বলিভিয়া সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের জঙ্গলে দেখা মেলে জারারাকুসু পিট ভাইপারের। প্রকৃতিগতভাবে মারাত্মক বিষাক্ত এই সাপ প্রায় ৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষক রাফায়েল গুইদো বলেন, সাপের বিষের একটি অণু করোনা ভাইরাসের গুরুত্বপূর্ণ স্পাইক প্রোটিনকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এই সাপের বিষে থাকা ‘অ্যামিনো অ্যাসিডের চেইন’ এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে প্রাণীর শরীরে ভাইরাসের সংখ্যাবৃদ্ধি রুখে দিতে সক্ষম। তবে কবে নাগাদ মানব শরীরে এর পরীক্ষা হবে, এনিয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Brazil, #Snake Venom, #Corona

আরো দেখুন