রাজ্য বিভাগে ফিরে যান

একাদশ শ্রেণীর পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে? জানিয়ে দিল পর্ষদ

September 7, 2021 | < 1 min read

নম্বর জটিলতা কাটাতে সক্রিয় হল পর্ষদ। একাদশ শ্রেণির মার্কশিট তৈরির সময় ধরে নিতে হবে সংশ্লিষ্ট পড়ুয়া মাধ্যমিকের প্রতি বিষয়ে ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেয়েছে। অর্থাৎ পড়ুয়ার প্রাপ্ত নম্বরের গড় যদি ২৫ থেকে ২৯ শতাংশও হয়, সেক্ষেত্রেও নম্বর ধরা হবে ৩০ শতাংশ। সোমবার এমনই বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের ফল নির্ণয়ের সময় এই নির্দেশিকা না থাকায় ব্যাপক সমস্যা হয়েছিল।

যারা ন্যূনতম ২৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছিল, তারা উচ্চ মাধ্যমিকে ফেল বলে বিবেচিত হচ্ছিল। কারণ, উচ্চ মাধ্যমিকের পাশ করার জন্য দু’টি ভাষাপত্র এবং অন্য তিনটি বিষয়ের থিওরি এবং প্র্যাকটিক্যালে আলাদাভাবে ৩০ শতাংশ নম্বর পেতে হয়। সেই শর্তে আটকে যাচ্ছিল ছাত্রছাত্রীরা। কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, এই বিজ্ঞপ্তির ফলে একাদশে সবাই পাশ করে যাবে যা বাস্তবোচিত ও কাম্য। আগে এই নির্দেশিকা থাকলে উচ্চ মাধ্যমিকে বিভ্রাট অনেক কম হতো। প্রসঙ্গত, বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, একাদশের মার্কশিট ৫ অক্টোবরের মধ্যে অভিভাবকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। আর হার্ডকপিতে একাদশের মার্কস ফয়েল স্কুলগুলি ১১ থেকে ৩ নভেম্বরের মধ্যে পাঠাবে সংসদকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#evaluation, #11th standard

আরো দেখুন