আর জি কর হাসপাতালের ‘পয়জন ইনফরমেনশন সেন্টার’কে স্বীকৃতি দিল হু
ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ। বৃহস্পতিবার ই মেল করে আর জি কর হাসপাতালকে এই সংবাদ দেওয়া হয়েছে।
September 17, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আর জি কর হাসপাতালের ‘পয়জন ইনফরমেনশন সেন্টার’কে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ‘পয়জন ইনফরমেনশন সেন্টার’কে গ্লোবাল হেলথ অবসারভেটরিতে সংযোজিত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ই-মেল করে বিষয়টি জানানো হয়। এর ফলে বিষ সংক্রান্ত যাবতীয় তথ্য এই তথ্যকেন্দ্র থেকে পাওয়া যাবে।
