রাজ্য বিভাগে ফিরে যান

‘কালারফুল’ মদনের নতুন চমক মাতৃবন্দনার সঙ্গে ৱ্যাপের যুগলবন্দী, উত্তাল নেটপাড়া

September 21, 2021 | 2 min read

৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। তার আগে মুক্তি পেল তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মিউজিক ভিডিও। লক্ষ্য উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার।

ভিডিওটি রিলিজের ১ ঘন্টার মধ্যেই প্রায় ষাট হাজার মানুষ দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে হামলে পড়েছেন মদন ভক্তরা। মদন মিত্র রাজনীতির এমন এক চরিত্র যাকে বিরোধী পক্ষও না ভালোবেসে পারেন না। তাই সব দলের সমর্থকরা কমেন্ট বক্সে অভিনন্দনের বন্যায় ভরিয়ে দিচ্ছেন। গানে মদন নিজের পরিচয় দিয়ে বলছেন, ‘ডোন্ট নো মাই নাম আই অ্যাম এমএম এমএম।’

গানের শুরুতেই মাতৃ বন্দনা আইকনিক ‘জাগো জাগো মা’ গান দিয়ে। সাথে ৱ্যাপ। সব মিলিয়ে পুজোর ঠিক আগে মদন মিত্রর গান জমে ক্ষীর। সাথে ভিডিওতে মদনের নতুন ‘লুক’- ও পছন্দ করেছেন দর্শকরা।

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায়, ‘দিদি আমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে বলেছেন। তাই করছি। তবে আমরা কে? উনিই তো হাত ধরে আমাদের এই জায়গায় এনেছেন।’

ভবানীপুর জয়েই কাজ শেষ হচ্ছে না। আসল লক্ষ্য যে ২০২৪-এ দিল্লির ক্ষমতা দখল, তাও এদিন গানের ছলে বলে দিয়েছেন তৃণমূল বিধায়ক। মদন মিত্রের কথায়, ‘ভবানীপুর কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি। মমতার হাত ধরে সামনে হাঁটি। লাগ লাগ লাগ লাগ বিজেপির লেগে গেছে দাঁত কপাটি। ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া।’

কিছুদিন আগেই ভবানীপুরের প্রথম কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল মদন মিত্রের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে বলতে শোনা গিয়েছিল, ‘মদন পাড়াটা দেখে নেবে। ও খুব কালারফুল ছেলে। মাঝে মাঝে একটু বেশি কালারফুল হয়ে যায়, তাই না?’ তৃণমূল বিধায়ক মদন মিত্র অবশ্য গানে গানে জানান, তিনি কালারফুল কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নন।

এর আগে বিধানসভা ভোটের আগেও প্রকাশিত হয়েছিল মদন মিত্রের মিউজিক ভিডিও। ইতিমধ্যেই মদন মিত্রর বায়োপিক তৈরি কথা ঘোষিত হয়েছে। সেই ছবির পরিচালনার দায়িত্বে আছেন রাজা চন্দ। তার আগে ভবানীপুরের উপনির্বাচনের আগে আজ প্রকাশিত হল মদন মিত্রের মিউজিক ভিডিও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Matri Bondona, #Madan Mitra, #Rap

আরো দেখুন