দেশ বিভাগে ফিরে যান

কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

September 23, 2021 | < 1 min read

কেন্দ্র নয়। করোনায় (Coronavirus) মৃতদের পরিবারকে অনুদান দেবে রাজ্য সরকারগুলি। অনুদানের অর্থ দেওয়া হবে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে। সুপ্রিম কোর্টে (Supreme Court) দেওয়া এক হলফনামায় এমনটাই জানাল কেন্দ্র।

এই মুহূর্তে করোনা অতিমারীর দাপটে বিধ্বস্ত গোটা দেশ। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা (COVID-19) আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভাইরাসটি ভোল বদলে আরও প্রাণঘাতী হয়ে ওঠায় প্রথম ঢেউয়ের তুলনায় এবার মৃত্যুর হারও খানিকটা বেড়েছে। এরই মধ্যে আবার শীঘ্রই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এহেন পরিস্থিতিতে করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সঠিক পলিসি মেনে ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে দু’টি পৃথক মামলা করা হয়েছিল শীর্ষ আদালতে (Supreme Court)। সেই মামলার প্রেক্ষিতে গত জুন মাসেই শীর্ষ আদালত কেন্দ্রকে সাফ জানিয়ে দেয়, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে গাইডলাইন তৈরি করার আদেশও দেয় শীর্ষ আদালত। করোনায় মৃতদের ক্ষেত্রে ঠিক কত পরিমাণ ক্ষতিপূরণ, কোন পদ্ধতিতে তা দেওয়া হবে, সবটাই হলফনামা আকারে জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত।

বুধবার কেন্দ্র সেই হলফনামা জমা দিয়েছে। যাতে জানানো হয়েছে, ২০২০’র জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দেওয়া হবে ক্ষতিপূরণের টাকা। শুধু এতদিন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারই নয়। এরপরে কারও করোনায় মৃত্যু হলে, তাঁদের পরিবারও পাবে ক্ষতিপূরণ। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা তহবিলের (NDRF) মাধ্যমে এই টাকা দেওয়া হবে। তবে, সেজন্য ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে। আর সেই টাকাটা দিতে হবে রাজ্য সরকারকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid-19

আরো দেখুন