উপনির্বাচনে ব্যতিক্রমী ফলাফল হবে মনে করেননি বিমান বসু

আজ সোনারপুরের রাজপুর রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে এসেছিলেন বিমান বসু।

October 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভবানীপুরের উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জিতেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের ভোট আরও কমে গেল এখানে। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গোহারা হয়েছেন। বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও বিশেষ সুবিধা করতে পারেননি। ভোটপর্ব মিটে গিয়েছে। বামেদের ভোটব্যাঙ্ক ক্রমশ কমতে কমতে মিলিয়ে যেতে বসেছে।

এই পরিস্থিতিতে আজ সোনারপুরের রাজপুর রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে এসেছিলেন বিমান বসু। সেখানে তাঁকে ভবানীপুর উপনির্বাচনের ফলাফল নিয়ে জিজ্ঞাসা করা হয়। তখনই বিমান বসু সোজাসাপ্টা উত্তর দেন, ‘‌ফলাফল যা হওয়ার ছিল, তাই হয়েছে। এই উপনির্বাচনে খুব ব্যতিক্রমী কিছু ফলাফল হবে বলে মনে করিনি। তবে যাঁরা নিয়মিত ভোট দেন, তাঁরা এই নির্বাচনে ভোট দেননি।’‌

বিমান বসুর এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কী আগেই জানতেন সিপিআইএম প্রার্থী হারবেন?‌ তিনি কী জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে জিতবেন?‌ কেন বললেন ব্যতিক্রমী কিছু আশা করেননি? সামশেরগঞ্জ–জঙ্গিপুরেও কী প্রত্যাশিত ফল হয়েছে? এই নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘‌‌‌এখানেও যা হওয়ার ছিল, তাই হয়েছে। বামেদের ভোটের শতাংশ বাড়বে, এটা ভাবিনি।’‌

যদিও আসন্ন উপনির্বাচনগুলি জোট করে লড়বেন কিনা সেটা বৈঠক করে স্থির করা হবে বলে জানান তিনি। এখন এই তলানিতে গিয়ে ঠেকা সংগঠন মজবুত করে গড়ে তোলাই চ্যালেঞ্জ বামেদের কাছে। এক্ষেত্রে টুম্পা সোনার মতো আর কোনও প্যারোডি নিয়ে আসা হবে কিনা সেটা সময়ই বলবে। আপাতত সর্বত্র পরাজিত বামেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen