রেশন নিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন রাজ্যপাল – টুইটে তোপ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র
এফসিআই ও নাফেডের পাঠানো চাল ও ডালের হিসাব তুলে ধরে একদিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন। তাতে প্রশ্ন উঠেছিল রাজ্যকে পাঠানো নাফেডের চিঠি নিয়ে। কারণ এপ্রিলের বরাদ্দ ডাল পাঠিয়ে নাফেড তো আগেই জানিয়েছে তারা রাজ্যের পছন্দমতো মুসুর বা মুগ ডাল আর দিতে পারবে না।
এখানেই রাজ্যপালের টুইটের প্রতিবাদ করে বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, “ভুল তথ্য পরিবেশন করছেন রাজ্যপাল। উনি মিথ্যাবাদী।” রাজ্যপাল আগেরদিন যে টুইটটি করেছিলেন, তাতে লিখেছিলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে রেশনে মাথাপিছু ৫ কেজি চাল ও পরিবারপিছু ১ কেজি ডাল বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর পরেই তথ্য দিয়ে লেখেন ইতিমধ্যে এফসিআই ৫৭০২৭৭.৩৪০ মেট্রিক টন চাল ও নাফেড ১৪ হাজার ৫২৯ মেট্রিক টন ডাল সরবরাহ করেছে।
জুন মাসে কোন ধরনের ডাল রাজ্যের চাই তা নাফেডকে জানাতে হবে। রেশন দুর্নীতি থেকে দূরে থাকার কথাও এ প্রসঙ্গে কৌশলে স্মরণে করিয়ে দেন। তারই পাল্টা টুইট একদিন পরে করেন খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক লেখেন, “রাজ্যপাল আবার খাদ্য দপ্তর নিয়ে আজগুবি ও ভুল তথ্য পরিবেশন করছেন। মানুষকে বিভ্রান্ত করছেন। এই মানুষটি এত বড় মিথ্যাবাদী, সত্যি কথা বলতে জানেন না।”
তবে রাজ্যপাল যে বলছেন জুন মাসের ডালের কথা? নাফেড কি মে মাসের বরাদ্দ ডাল জুন মাসে হলেও পাঠানোর কোনও সিদ্ধান্ত নিয়েছেন? পাঠালেও তা কোন ডাল? খাদ্যমন্ত্রীর দাবি, “নাফেডও কিছুই বলেনি। ওরা ওদের অবস্থানেই রয়েছে। আমরা যা চাই তা জানিয়েছি। কিন্তু তার পর নতুন করে ওরা কী করবে তা নিয়ে এখনও মুখ খোলেনি।” তবে রাজ্যপালের টুইট? পুরোপুরি বাজে কথা। উনি কিছুই জানেন না। যা পারছেন বলে যাচ্ছেন। মানুষ বিভ্রান্ত হচ্ছে।”