রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের ১৬টি জেলায় সেঞ্চুরির গণ্ডি টপকে গেল ডিজেলের দাম

October 27, 2021 | < 1 min read

ফের বেলাগাম জ্বালানির দাম। দুই দিনাজপুর, দুই বর্ধমান, কোচবিহার, মেদিনীপুর, বাঁকুড়া, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ ১৬টি জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরির গণ্ডি টপকে গিয়েছে ডিজেলের দাম। আর যে কটি জেলায় বাকি রয়েছে, সেখানেও এক্কেবারে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়েছে দাম।

আজ, বুধবার কলকাতায় পেট্রল ও ডিজেলের দামে ফের রেকর্ড। মহানগরীতে ডিজেলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ টাকা ৭৮ পয়সা। পাশাপাশি, লিটারে ৩৪ পয়সা বেড়ে পেট্রলের নতুন দাম হয়েছে ১০৮ টাকা ৪৫ পয়সা।

জ্বালানির দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দামই ঊর্ধ্বমূখী।

অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৯৪ টাকা। আজ ডিজেল লিটার পিছু ৯৬.৬৭ টাকা। বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১১৩.৮০ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০৪.৭৫ টাকা। চেন্নাইয়ে এদিন পেট্রলের দাম হয়েছে লিটার পিছু ১০৪.৮৩ টাকা এবং ডিজেল লিটার প্রতি ১০০.৯২ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Diesel Price Hike, #disel, #West Bengal

আরো দেখুন