লিঙ্গ সমতায় পদক্ষেপ! মহিলাদের জন্য ৩০ শতাংশ পদ সংরক্ষণের ঘোষণা SBI-র

October 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:০৯:  ভারতের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এল এক বড় সুখবর। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে, আগামী পাঁচ বছরের মধ্যে তাদের কর্মীবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করা হবে। এই লক্ষ্যে ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতের নিয়োগে ৩০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে।

এসবিআই-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিশোর কুমার জানিয়েছেন, বর্তমানে ব্যাঙ্কের ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে মহিলাদের অংশ ৩৩ শতাংশ হলেও, সামগ্রিকভাবে এই সংখ্যা ২৭ শতাংশ। এই ব্যবধান কমিয়ে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা আনার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ব্যাঙ্কের অভ্যন্তরে লিঙ্গ বৈষম্য দূর করতে একাধিক নীতিগত পরিবর্তন আনা হবে।

বর্তমানে এসবিআই-তে কর্মরত রয়েছেন প্রায় ২.৪ লক্ষ কর্মী, যা দেশের যেকোনও একক প্রতিষ্ঠানের মধ্যে সর্বাধিক। শুধু কর্মসংস্থানেই নয়, মহিলাদের স্বাস্থ্য ও কল্যাণেও নজর দিচ্ছে ব্যাঙ্কটি। মহিলাদের জরায়ু ও স্তন ক্যানসার পরীক্ষার জন্য বিশেষ স্বাস্থ্য প্রকল্প চালু করা হচ্ছে। পাশাপাশি গর্ভবতী কর্মীদের জন্য পুষ্টি ভাতা চালুর পরিকল্পনাও রয়েছে।

নারী ক্ষমতায়নের লক্ষ্যে ইতিমধ্যেই দেশে ৩৪০টি মহিলা পরিচালিত শাখা চালু করেছে এসবিআই। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সমাজকর্মী ও অর্থনীতিবিদরা। তাঁদের মতে, এই পদক্ষেপ শুধু কর্মসংস্থানের ক্ষেত্রেই নয়, বরং বৃহত্তর সামাজিক পরিবর্তনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen