বিজেপিকে আক্রমণ করলে উত্তর দেন অন্য কেউ, নাম না করে ধনখড়কে নিশানা অভিষেকের

এদিন অভিষেক রাজ্যপাল সরাসরি আক্রমণ করে বলেন, বিপ্লব দেব, দিলীপ ঘোষেরা বিচারব্যবস্থার বিরুদ্ধে কথা বলতেন। বিচার ব্যবস্থার অবমাননা করতেন, তখন তো রাজ্যপাল কোন প্রতিক্রিয়া দেখাননি।

May 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গেরুয়া শিবির ছেড়ে পুরোনো ঘর জোড়া ফুলে ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। অর্জুনের ফুল বদলের এই প্রথম ব্যারাকপুরে লোকসভার অন্তর্গত শ্যামনগরে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক।

এদিনের সভায় অভিষেক বলেন, একের পর এক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আমরা দরজা খুললে বাংলায় বিজেপি ফাঁকা হয়ে যাবে। এরপরেই বিজেপির বিরুদ্ধে ঝাঁঝ বাড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, বিজেপির হাতে কেন্দ্রীয় সংস্থায় রয়েছে, প্রভূত অর্থ রয়েছে। কিন্তু বাস্তবে বিজেপির কোন কমিটি নেই। তৃণমূলই একমাত্র দল যারা বিজেপিকে পরাজিত করতে পেরেছে।

এরপরেই রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক, বলেন আমি যদি বিচার ব্যবস্থার এক শতাংশ নিয়ে কথা বলি, তবে রাজ্যপাল উত্তর করেন। অর্থাৎ এর মানে ঠিক জায়গাতেই আঘাত পড়েছে। সভা থেকে অভিষেক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, রাজ্যপাল এক পক্ষ অবলম্বন করছেন। নাম না করে অভিষেক আরও যোগ করেন, একজন মানুষ সীমা লঙ্ঘন করছেন। তিনিও জানেন যে মানুষ বোঝেন কে সীমা পেরিয়েছেন। প্রসঙ্গত, ২৮মে হলদিয়া শ্রমিক সম্মেলনের মঞ্চ থেকে অভিষেক আক্রমণ শানিয়েছিলেন। এই ঘটনায় অতিসক্রিয়তা দেখিয়ে অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল।

এদিন অভিষেক রাজ্যপাল সরাসরি আক্রমণ করে বলেন, বিপ্লব দেব, দিলীপ ঘোষেরা বিচারব্যবস্থার বিরুদ্ধে কথা বলতেন। বিচার ব্যবস্থার অবমাননা করতেন, তখন তো রাজ্যপাল কোন প্রতিক্রিয়া দেখাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen