‘অপূরণীয় ক্ষতি’, ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২০: মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় গেবরা রোড ও বিলাসপুরের মধ্যবর্তী লালখাদান এলাকায় ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মালগাড়ি লাইনে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় যাত্রিবাহী একটি ট্রেন একই লাইনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে যাত্রিবাহী ট্রেনের একাংশ মালগাড়ির উপর উঠে যায়। দুর্ঘটনায় ট্রেনের প্রথম কামরাটি দুমড়ে-মুচড়ে যায়।
করমণ্ডলের স্মৃতি উসকে দিয়ে বিলাসপুর–হাওড়া রুটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। একাধিক কোচ লাইনচ্যুত হওয়ায় চারদিকে ছিটকে যায়। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে, আহতের সংখ্যা বহু। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকপ্রকাশ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “বিলাসপুর–হাওড়া রুটে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একাধিক কোচ লাইনচ্যুত হয়ে বহু মূল্যবান প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।”
তিনি আরও জানান, “এই অপূরণীয় ক্ষতির সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য এবং এই কঠিন সময় অতিক্রম করার জন্য সকলের শক্তি কামনা করি।”
https://x.com/abhishekaitc/status/1985691572202324144?s=46
ঘটনার পর রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।