ভুটানের পর ভারতেও ইলন মাস্কের স্টারলিঙ্ক, Airtel ও Jio-র হাত ধরে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেবে, কত খরচ হতে পারে জানেন?

ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা আনার জন্য মাস্কের সংস্থার সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা।

March 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এয়ারটেলের হাত ধরে ভারতে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা। সেই ঘোষণার পর দিনই এয়ারটেলের দর্শানো পথে হাঁটল রিলায়্যান্স জিয়ো-ও। বুধবার জিয়ো জানিয়েছে, ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা আনার জন্য মাস্কের সংস্থার সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা। এ বার শুধু সরকারি অনুমোদন পেলেই স্টারলিঙ্কের দ্রুত গতির ইন্টারনেটের সুবিধা পাবেন ভারতের মানুষ।

মঙ্গলবারই এয়ারটেলের তরফে এক প্রেস বিবৃতিতে স্পেসএক্স-এর সঙ্গে তাদের গাঁটছড়ার বিষয়টি ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ভারতে স্টারলিঙ্কের সরঞ্জাম বিক্রি করবে এয়ারটেল। সম্ভবত সেগুলি তাদের স্টোর্স থেকে কেনা যাবে। এছাড়া বাণিজ্যিক সংস্থাগুলিকেও স্টারলিঙ্কের পরিষেবা দেবে এয়ারটেল। পাশাপাশি গ্রামীণ এলাকায় স্কুল, স্বাস্থ্য কেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে এয়ারটেল ও স্পেসএক্স।

ইতিমধ্যেই স্পেসএক্স ভারত সরকারের কাছে নিরাপত্তাবিষয়ক ছাড়পত্রের জন্য আবেদন করেছে। তাদের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে। জিয়োর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ব্যবহারকারীর সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর জিয়ো। অন্য দিকে, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাদের মধ্যে স্টারলিঙ্ক বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। ফলে এই চুক্তির মাধ্যমে উভয়পক্ষই লাভবান হবে। সেই সঙ্গে ভারতের সবচেয়ে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলগুলি-সহ সারা দেশে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করা সম্ভব হবে।’’

স্পেসএক্স ইতিমধ্যেই ভুটানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে এসেছে। মাস্ক ফেব্রুয়ারিতে এক্স-এর মাধ্যমে এই উন্নয়নের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই অঞ্চলে স্টারলিংকের আসল সূচনা হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে। স্টারলিংক দ্রুত তার পরিধি প্রসারিত করছে এবং ভুটান হল সর্বশেষ অঞ্চল যেখানে এটি জনগণকে স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে সাহায্য করতে পারে।

আপনাদের অনেকেই জানেন যে স্টারলিংক স্পেসএক্স স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করে এবং তারা আপনার বাড়িতে ডেটা নেটওয়ার্ক রিলে করার জন্য স্থলভাগে টার্মিনালের উপর নির্ভর করে। স্টারলিংক ভুটানে এই পরিষেবাটি নিয়ে আসছে এবং তারা সরাসরি তাদের ফোনে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, যা আইফোনগুলি নির্বাচিত কিছু দেশে পায়। ভুটানের তথ্য বিভাগ ইতিমধ্যেই স্টারলিংক প্ল্যানের জন্য একটি ভিত্তি মূল্য নির্ধারণ করেছে যা প্রতি মাসে ৩,০০০ টাকা (প্রায় ৩,০০১ টাকা) থেকে শুরু হয়, রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের জন্য যা ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস গতির ডেটা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আপনার কাছে স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনাও রয়েছে যার দাম প্রতি মাসে ৪,২০০ টাকা (প্রায় ৪,২০১ টাকা) এবং সীমাহীন ডেটা সহ ২৫ এমবিপিএস থেকে ১১০ এমবিপিএস গতির ডেটা অফার করে। এই দামগুলি স্থানীয় টেলিকম অপারেটরের চার্জের চেয়ে ব্যয়বহুল এবং আগামী কয়েক বছর ধরে স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রেও এটিই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen