দুধের উপরে দুর্গার ছবি ফুটিয়ে তুলে চমক দিলেন অশোকনগরের এক শিল্পী

September 27, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: টানা ২৪ ঘণ্টা কঠোর পরিশ্রম করে দুধের উপরে দুর্গার ছবি ফুটিয়ে তুলছেন অশোকনগরের এক শিল্পী। লাল, কালো, হলুদ, নীল রং ব্যবহার করে দশভূজার ছবি এঁকেছেন তিনি। যা বেনজির কাজও বটে।

৫০ গ্রাম ওজনের তরল দুধ আগুনে ফুটিয়ে গাঢ়-থকথকে করেছিলেন মাইক্রো আর্টের শিল্পী বাসুদেব পাল। দুধের ওই অংশ গাঢ় হলেও তাতে জলীয় ভাব অবশিষ্ট ছিল। এর উপর রং ব্যবহার করা ছিল যথেষ্ট কষ্টসাধ্য। রং গুলে দুধের সঙ্গে মিশে যাওয়ায় ছবি আঁকতে বারবার সমস্যার মুখে পড়তে হয়েছে শিল্পীকে। কিন্তু হাল ছাড়েননি। চালিয়ে গিয়েছেন চেষ্টা। টানা ২৪ ঘণ্টা কঠোর পরিশ্রম করে দুধের উপরে দুর্গার ছবি ফুটিয়ে তুলছেন। লাল, কালো, হলুদ, নীল রং ব্যবহার করে দশভূজার ছবি এঁকেছেন বাসুদেব।

লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। ছবিতে শুধুই দুর্গা। উমার উচ্চতা এক ইঞ্চি। দশ হাতে অস্ত্র। অসুর নেই। দুর্গা ১০ হাতে অস্ত্র নিয়ে অসুর বধে উদ্যত। শিল্পী বলেন, এর আগে আমি অনেক নতুন কাজ করেছি। যেমন চুলের উপর ইংরেজির এ টু জেড থেকে শুরু করে এক টুকরো সন্দেশের উপরও ছবি এঁকেছি। এবার অন্যরকম ভাবনা ছিল। তাই দুধের উপর দুর্গার ছবি আঁকার কথা ভাবি। কারণ এখনও পর্যন্ত কেউ এই ছবি আঁকেননি। কাজটা খুব কঠিন ছিল। তার থেকেও ছিল চ্যালেঞ্জের। প্রথম দিকে তরল অংশে ফেব্রিকের রং গুলে যাচ্ছিল। এর জন্য ছোট মাপের তুলি ব্যবহার করেছি। ধৈর্য এবং লক্ষ্য ঠিক রেখে ২৪ ঘণ্টার পরিশ্রমের পর সফল হয়েছি। এই ছবি গিনেস বুক অফ রেকর্ডসে পাঠানোর ইচ্ছা আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen