ফের SIR আতঙ্কে মৃত্যু, নদীয়ার তাহেরপুরে প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: রাজ্যে বাড়ছে SIR আতঙ্ক। এবার নদীয়ার তাহেরপুরে (Taherpur, Nadia) SIR সংক্রান্ত আতঙ্কে মৃত্যু হল ৭২ বছরের এক বৃদ্ধের। মৃতের নাম শ্যামলকুমার সাহা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে এলাকার বাসিন্দারা ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে আতঙ্কে ছিলেন। সেই আবহেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শ্যামলবাবুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় প্রতিনিধিরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, “SIR-কে ঢাল করে মানুষের অধিকার কেড়ে নিতে বাংলায় ভয় ও আতঙ্কের রাজনীতি করছে বিজেপি।”
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন চলবে।