পূরণ হয়নি এনুমারেশন ফর্ম, SIR-র আতঙ্কে মালদহে ফের মৃত্যু প্রৌঢ়ের!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.০০: গত ২৪ ঘণ্টার মধ্যে নাগরিকত্ব ও নথিপত্র সংক্রান্ত আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা ঘটল মালদহে। এসআইআর (SIR) বা এনুমারেশন ফর্ম (Enumeration form) পূরণ নিয়ে আতঙ্কে এ বার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে। মৃতের নাম আবুল কালাম (৫২)। পরপর দুটি এমন ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আবুল কালাম অবিবাহিত ছিলেন। দীর্ঘ বছর ধরে তিনি রাজস্থানের জয়পুরে একটি হোটেলে কাজ করতেন। গত এক বছর ধরে তিনি গ্রামের বাড়িতেই ছিলেন। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, আবুলের কাছে ভোটার কার্ড (Voter card) এবং আধার কার্ড (Aadhar card) ছিল না। নথিপত্র না থাকার কারণে তিনি এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। এমনকী ২০০২ সালের ভোটার তালিকায় (2002 Voter list) তাঁর বাবা-মায়ের নামও ছিল না বলে জানা যায়। এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। অভিযোগ, গ্রামেরই পরিচিত কয়েকজন তাঁকে ভয় দেখান যে, সঠিক নথিপত্র না থাকলে তাঁকে ডিটেনশন ক্যাম্পে (detention camp) পাঠানো হবে অথবা বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দেওয়া হবে। সেই আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এটি নিছকই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, এই ঘটনার ঠিক আগেই শুক্রবার রাতে মালদহে নথিপত্র সংক্রান্ত দুশ্চিন্তায় আরও এক মৃত্যুর অভিযোগ ওঠে। কালিয়াচকে বরকত শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। পরিবারের দাবি, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাবার নামের তথ্যে ত্রুটি (রশুল শেখের পরিবর্তে শুধু শেখ) থাকায় তিনি ভীষণ চিন্তিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কালিয়াচক বিডিও অফিসের বাইরেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।