দিল্লিতে আর্জেন্তিনীয় মহাতারকাকে T20 বিশ্বকাপের আমন্ত্রণ, টিম ইন্ডিয়ার জার্সি উপহার পেলেন মেসি

December 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৬:  হায়দ্রাবাদ ও মুম্বই কাঁপিয়ে এবার লিওনেল মেসির (Lionel Messi) ‘গোট ট্যুর’-এর (GOAT Tour) শেষ গন্তব্য রাজধানী দিল্লি। আর সেখানেই ক্রিকেটের সঙ্গে ফের একবার মিলে গেল ফুটবল। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য মেসিকে বিশেষ আমন্ত্রণ জানালেন আইসিসি চেয়ারম্যান। আর্জেন্তিনীয় মহাতারকার হাতে তুলে দেওয়া হলো টিম ইন্ডিয়ার জার্সি ও বিশ্বকাপের টিকিট।

মুম্বইয়ে ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাতের পর, দিল্লিতে আইসিসি (ICC) প্রধানের সঙ্গে মেসির সাক্ষাৎ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। এদিন মেসির সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডি পল। জয় শাহ আগামী বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচের টিকিট মেসির হাতে তুলে দেন। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন ভারত। সেই ম্যাচে গ্যালারিতে মেসিকে দর্শক হিসেবে পাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

শুধু আমন্ত্রণই নয়, এদিন তিন ফুটবল মহাতারকার হাতে ভারতীয় ক্রিকেট দলের জার্সিও তুলে দেওয়া হয়। মেসির হাতে তাঁর আইকনিক ‘১০’ নম্বর লেখা টিম ইন্ডিয়ার জার্সি, সুয়ারেজের হাতে ‘৯’ এবং ডি পলের হাতে ‘৭’ নম্বর জার্সি তুলে দেন জয় শাহ। উপহার হিসেবে মেসিকে দেওয়া হয় একটি সই করা ক্রিকেট ব্যাট। অরুণ জেটলি স্টেডিয়ামের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি রোহন জেটলি ও দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লি পৌঁছতে মেসির কিছুটা দেরি হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়ে যায়। তবে অরুণ জেটলি স্টেডিয়ামে দীর্ঘক্ষণ অপেক্ষা করা ভক্তদের তিনি নিরাশ করেননি। স্টেডিয়ামে প্রবেশ করতেই গ্যালারিতে ওঠে ‘মেসি-মেসি’ রব। সেখানে মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান লিও। তাদের সঙ্গে ছবিও তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া ও মহিলা দলের প্রাক্তন গোলকিপার অদিতি চৌহান। অনুষ্ঠানের শেষ পর্বে গ্যালারির দিকে সই করা বল শট করেন মেসি, যা নিয়ে ভক্তদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen