শীতে পাহাড়প্রেমীদের জন্য খারাপ খবর, বন্ধ ডুয়ার্সের অন্যতম আকর্ষণ ভিস্তা ডোম

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৪: ঠাণ্ডায় কাঁপছে পাহাড়। গোটা উত্তরে শীতের আমেজ। এখন উত্তরবঙ্গ তথা পাহাড়মুখী হচ্ছেন পর্যটকরা। এই মরশুমে পর্যটকদের জন্য দুঃসংবাদ! ডুয়ার্সের অন্যতম আকর্ষণ ট্যুরিস্ট স্পেশ্যাল ভিস্তা ডোম বন্ধ!

নিউ জলপাইগুড়ি (NJP) থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত সফর করে ভিস্তা ডোম। ট্রেনের কামরা, ছাদ কাচ দিয়ে তৈরি হওয়ায় যাত্রাপথের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করেন পর্যটকেরা। ট্রেনে বসেই ৩৬০ ডিগ্রি প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। গত বুধবার পর্যন্ত ভিস্তা ডোম চলেছে। বৃহস্পতিবার থেকে বন্ধ এই বিশেষ ট্রেন!

ট্রেন বন্ধের কোনও কারণ জানায়নি উত্তর-পূর্ব সীমান্ত রেল। সূত্রের খবর, পর্যটন মরশুমেও বুকিং একেবারে কম। তাই ট্রেনটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এনএফআর। এই মরশুমে ভিস্তা ডোমের বুকিং বেশি হওয়ার কথা। বাস্তব ছবি একেবারেই উল্টো! বুকিং তলানিতে। কিন্তু হোটেল, রিসর্ট, হোম-স্টেগুলি ফাঁকা নেই। তবে কি কেবল ভিস্তা ডোমে চড়তে অনীহা?

উঠে আসছে অন্য কারণ। সকালে এনজেপি থেকে ছেড়ে আলিপুরদুয়ার জংশনে যায় বিশেষ ট্রেনটি। এই ট্রেনটি চলে সিঙ্গল লাইনে। অসংখ্য গুরুত্বপূর্ণ ট্রেন এবং অজস্র মালগাড়ি ওই পথে যাতায়াত করে। ফলে বারে বারে দাঁড়িয়ে যায় ভিস্তা ডোম। নিউ মাল জংশনে কখনও আধঘণ্টা, কখনও ৪৫ মিনিটও ভিস্তা ডোমকে দাঁড় করিয়ে রেখে কাঞ্চনকন্যা সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন পাস করানো হয়। এতেই বিরক্ত হন বেড়াতে আসা পর্যটকরা। পর্যটকদের এহেন বিরক্তিকর অভিজ্ঞতার জেরে ভিস্তা ডোম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। মানুষ আর এই ট্রেনে সফর করতে চাইছেন না বলে মনে করছেন রেল কর্তারা। বিরতিতে আদিবাসী লোকনৃত্য পরিবেশনের কথা ঘোষণা করেছিল রেল। কিন্তু এখনও পর্যন্ত তা দেখতে পাননি পর্যটকরা। পর্যটদের মতে, টিকিটের মূল্যও বেশি।

উল্লেখ্য, ২০২১-এ চালু হয়েছিল এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এবার কি তা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে রেল? তবে শোনা যাচ্ছে, আপাতত বন্ধ রাখা হয়েছে। আগামী সপ্তাহে ফের চালু হতে পারে ভিস্তা ডোম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen