বঙ্গ বিজেপির পুরনো রিপোর্ট জল মেশানো! খারিজ করেছে দিল্লির নেতৃত্ব?

June 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বঙ্গ বিজেপির পুরনো রিপোর্ট জল মেশানো! খারিজ করেছে দিল্লির নেতৃত্ব?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৪:০৮: বাংলায় বুথ কমিটি গঠন সংক্রান্ত পুরনো কোনও রিপোর্ট মেনে নিতে চাইছে না দিল্লির নেতৃত্ব। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের আশঙ্কা, ওই রিপোর্টে নাকি ‘জল’ মেশানো হয়েছে। সাংগঠনিক দুর্বলতা ঢাকতে বহু বিষয় ধামাচাপা দিয়ে কেন্দ্রীয় পার্টির কাছে রিপোর্ট পেশ করা হয়েছে।

বিজেপি (BJP) সূত্রে খবর, পার্টির অভ্যন্তরীণ মূল্যায়নেই সামনে এসেছে বিষয়টি। আগামী বছর বাংলায় গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন মূল্যায়নকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। চলতি মাসের মধ্যেই বুথ কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত রিপোর্ট দিল্লিতে পেশ করতে বাংলার বিজেপি নেতাদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। পুরো বিষয়টি তদারক করতে বলা হয়েছে বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত দলের দুই শীর্ষ নেতা সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডেকে। বুথের প্রকৃত সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে দলের রাজ্য নেতাদের জেলায় জেলায় নিয়মিত বৈঠক করার নির্দেশ দিয়েছেন তারা।

এই মুহূর্তে বাংলায় (Bengal) বুথের সংখ্যা প্রায় ৭৭ হাজার, যার মধ্যে প্রায় ১৭ হাজার বুথে মুসলমান এবং অন্য সংখ্যালঘু ভোটারের সংখ্যা সর্বাধিক। ফলে এই ১৭ হাজার বুথকে হিসেবের বাইরে রাখতে চাইছে বাংলার বিজেপি (Bengal BJP) শিবির। বাকি প্রায় ৬০ হাজার বুথের মধ্যে হাজারদশেক বুথে সাংগঠনিক ভাবে একেবারেই সুবিধেজনক পরিস্থিতিতে নেই বিজেপি। অভ্যন্তরীণ মূল্যায়নে তা স্বীকার করে নিয়েছে গেরুয়া শিবির। ফলে হাতে পড়ে থাকা ৫০ হাজার বুথে ১০০ শতাংশ কমিটি গঠন করার ব্যাপারেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। যদিও এতে বিধানসভা ভোটে আদৌ কতটা লাভ হবে, তা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen