গ্রামীণ আবাস যোজনায় দেশের সেরা বাংলা, তথ্যের অস্ত্রে কেন্দ্রকে পাল্টা দিলেন পঞ্চায়েত মন্ত্রী

রাজ্যের প্রশাসনিক মহলের দাবি, MGNREGA বা ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলা শীর্ষ স্থান দখল করেছে দেশের মধ্যে

April 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌঃ আনন্দবাজার

শেষ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ৩৪ লক্ষ ৪ হাজার ৪৬৭টি বাড়ি তৈরির টার্গেট দিয়েছিল। বছরশেষে বাংলা তৈরি করেছে ৩২ লক্ষ ৮ হাজার ৮৯১টি বাড়ি। অর্থাৎ, টার্গেটের ৯২.৫২ শতাংশ পূরণ করতে সক্ষম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নজরকাড়া সাফল্য সত্ত্বেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিং বাংলার বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের অভিযোগ তুলেছিলেন। মন্ত্রীর এই মিথ্যে অপবাদের তীব্র প্রতিবাদ জানাল নবান্ন।

রাজ্যের গ্রামোন্নয়ণ ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন,”গ্রামীণ আবাস যোজনায় বিজেপি শাসিত গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশের থেকে অনেকটাই এগিয়ে বাংলার পারফরম্যান্স। তা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী শুধুমাত্র বাংলার ভাবমূর্তি নষ্ট করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য পরিবেশন করছেন।” মন্ত্রীর পর্যবেক্ষণ, “কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটেই বলছে, গত অর্থবর্ষে গ্রামীণ আবাস যোজনা রূপায়ণে বাংলা ভারত সেরা। তবু কেন গিরিরাজ এমন অদ্ভুদ অভিযোগ আনলেন তা বোধগম্য হচ্ছে!”

উল্লেখ্য, গুজরাটকে টার্গেট দেওয়া হয়েছিল ৪ লক্ষ ২৩ হাজার ৫৭৮টি বাড়ি তৈরির। অর্থবর্ষের শেষে দেখা যাচ্ছে, গুজরাট বানিয়েছে ৩ লক্ষ ২৩ হাজার ৬২৬টি বাড়ি। মধ্যপ্রদেশের লক্ষ্যমাত্রা ছিল ২৬ লক্ষ ২৮ হাজার ৫৯৩। কিন্তু মধ্যপ্রদেশ বানিয়েছে ২৪ লক্ষ ৬ হাজার ৬২২টি বাড়ি। লক্ষ্যমাত্রার থেকে অনেকটাই দূরে ছিল বিজেপি শাসিত আরেক রাজ্য হরিয়ানাও। পুলকবাবুর দাবি, এইসব রাজ্যের পারফরম্যান্স নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে রা-টি নেই। অথচ, বাংলাকে নিয়ে ভুল তথ্য পরিবেশন করে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা হচ্ছে।

রাজ্যের প্রশাসনিক মহলের দাবি, MGNREGA বা ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলা শীর্ষ স্থান দখল করেছে দেশের মধ্যে। তা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই বাংলার কৃতিত্বকে খাটো করে দেখানোর একটা চেষ্টা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen