জ্যোতির পর স্ক্যানারে এবার বাংলার ভ্লগার

ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অ্যাসেট জ্যোতি মালহোত্রাকে। এবার সেই ট্র্যাভেল ভ্লগার জ্যোতির সঙ্গে যোগ

May 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
সৌমিত ভট্টাচার্য (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.০০: ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অ্যাসেট জ্যোতি মালহোত্রাকে। এবার সেই ট্র্যাভেল ভ্লগার জ্যোতির সঙ্গে যোগ পাওয়া গেলো বাংলার আসানসোলের এক যুবকের। তিনিও একইরকম ভ্রমণের ভিডিও তৈরি করেন, এবং কাশ্মীরে পাক চর জ্যোতির তার সঙ্গে ঘোরার ভিডিও ইতিমধ্যেই রয়েছে সামাজিক মাধ্যমে।

স্ক্যানারে থাকা ব্যক্তির নাম সৌমিত ভট্টাচার্য্য। “ট্র্যাভেল উইথ সৌমিত” নামক ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় ৬ লক্ষ সাবস্ক্রাইবার। কাশ্মীরের দুধপাথরিতে জ্যোতির সঙ্গী ছিলেন এই সৌমিত।

এখানেই শেষ নয়, কারণ হরিয়ানা থেকে কলকাতায় যখন এসেছিলেন জ্যোতি মালহোত্রা, সেই সময়ে পশ্চিমবঙ্গের রাজধানীও পাকিস্তানের চরকে ঘুরিয়ে দেখিয়েছিলেন সৌমিত। বড় রেস্তোরাঁয় খাওয়াদাওয়াও করেছিলেন দুজনে। সেই সকল ভিডিও পোস্ট করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই সকল কারণে এখন গোয়েন্দা এবং ইন্টেলিজেন্সের নজরে রয়েছেন সৌমিত ভট্টাচার্য্য।

কিন্তু সৌমিত ছাড়াও আরেকজন ভ্লগারের দিকে নজর রয়েছে তদন্তকারীদের। তাঁর নাম প্রিয়াঙ্কা সেনাপতি, যিনি সামাজিক মাধ্যমে “ওডিশা গার্ল ইন পাকিস্তান” নামেও পরিচিত। জ্যোতি মালহোত্রার বন্ধু এই প্রিয়াঙ্কা, যিনি নিজেও পাকিস্তান গিয়েছিলেন। পহেলগাঁওয়ে হামলার মাসখানেক আগেই পাকিস্তান গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এই মডিউল ভাঙতে চারপাশ দিয়ে চাপ দিচ্ছে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen