স্বপ্নভঙ্গ বাঙালির! সাহিত্যে নোবেল জিতলেন হাঙ্গেরির গদ্যকার

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৩: বাঙালিকে বঞ্চিত করে হাঙ্গেরির গদ্যকার ও চিত্রনাট্যকার লাজলো ক্রাসনাহরকাইকে (László Krasznahorkai) ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরষ্কার দিয়ে ভূষিত করল সুইডিশ অ্যাকাডেমি।

আশা করা হচ্ছিল, বাঙালি নভেলিস্ট অমিতাভ ঘোষকে এবার এই পুরষ্কার দেওয়া হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে ক্রাসনাহরকাইয়ের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ভারতীয় সময়ে বিকেল ৪:৩০-এ সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করে যে এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরির খ্যাতনামা সাহিত্যিক লাজলো ক্রাসনাহরকাই।

১৯৫৪ সালে রোমানিয়া সীমান্তের কাছাকাছি একটি শহরে জন্মগ্রহণ করেন ক্রাসনাহরকাই। ১৯৮৫ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস “সাতানতাঙ্গো” তাঁকে হাঙ্গেরির সাহিত্যজগতে রাতারাতি তারকা করে তোলে।

চলতি বছর প্রকাশিত তাঁর নতুন উপন্যাস “হেরশ্ট ০৭৭৬৯” সমসাময়িক জার্মান সমাজের অস্থিরতা ও বাস্তব সংকটকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরার জন্য প্রশংসিত হয়েছে।

লাজলো ক্রাসনাহরকাইয়ের অন্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ২০০৩ সালের উত্তরে “Északról hegy, Délről tó, Nyugatról utak, Keletről folyó”, যার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ২০২২ সালে।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen