শমিতা, নিশান্তদের হারিয়ে বিগ বস ওটিটির প্রথম সিজন জয় করলেন দিব্যা

এদিন বিগ বস ওটিটি-র ট্রফি ছাড়াও ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিতলেন দিব্যা।

September 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিগ বস ওটিটির প্রথম এডিশনের বিজয়ী হলেন দিব্যা। অনুষ্ঠান চলাকালীনই এই সুখবর সবার প্রথম টুইটারে ফাঁস করে দেন গওহর খান। দিব্যাকে অভিনন্দ জানিয়ে প্রাক্তন বিগ বস প্রতিযোগী গওহর লেখেন, ‘অভিনন্দন দিব্যা! খুব ভালো খেলেছো, শমিতা, নিশান্ত। প্রতীক তোমার সঙ্গে দেখা হবে বিগ বস ১৫-র মঞ্চে’।

এদিন বিগ বস ওটিটি-র ট্রফি ছাড়াও ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিতলেন দিব্যা। দ্বিতীয় স্থানে শেষ করলেন নিশান্ত, সেকেন্ড রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল শমিতা শেট্টিকে। বিগ বস ওটিটির অন্যতম চর্চিত প্রতিযোগী ছিলেন শমিতা। তবে প্রথম দু’জনের মধ্যেও জায়গা হল না তাঁর। 

ফিনালেতে টাকায় ভরা স্যুটকেস নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রতীক সহজপাল। বিগ বস ১৫-র প্রথম নিশ্চিত প্রতিযোগী প্রতীক। পাশাপাশি বিগ বস ওটিটি-র বিজেতা দিব্যা আগারওয়ালকেও দেখা যাবে বিগ বস ১৫-র মঞ্চে। পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন রাকেশ বাপাট। 

গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রীতেশ-জেনেলিয়া। এবার ওটিটির পর্ব শেষ। শুরু হতে চলেছে বিগ বস-এর ১৫ নম্বর সিজন। ফের একবার সঞ্চালকের ভূমিকায় সলমন খান। বিগ বসের প্রতিযোগী তালিকার দিকে এখন নজর সবার। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen