Bihar Elections: নীতিশকে টেক্কা দিয়ে কুর্সির দখল নেবে লালুপুত্র তেজস্বী?

June 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৫:০০: চলতি বছরে বিধানসভা নির্বাচন হবে বিহারে। আসন্ন ভোটে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ধরাশায়ী হতে পারেন। লালুপুত্র তেজস্বী যাদবের জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সমীক্ষায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জনপ্রিয়তার নিরিখে টেক্কা দিয়েছেন বিরোধী নেতা তেজস্বী যাদব। বিহারের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে ভোটাররা নীতীশের থেকে তেজস্বীকে বেশি পছন্দ করছেন। বেসরকারি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সমীক্ষা অনুযায়ী, বিহারের হবু মখ্যমন্ত্রী হিসাবে ৩৬.৯ শতাংশ মানুষ আরজেডি নেতা তেজস্বী যাদবকে চাইছেন। নীতীশকে আবার সিংহাসনে দেখতে চেয়েছেন মাত্র ১৮.৪ শতাংশ মানুষ।

ভোটকুশলীর কাজ ছেড়ে বিহারের রাজনীতিতে নামা প্রশান্ত কিশোরকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন ১৬.৪ শতাংশ মানুষ। কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য বিহারে বিধানসভা ভোটে লড়তে চলা এলজিপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ানকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন বিহারের ১০.৬ শতাংশ মানুষ। বিজেপি নেতা তথা নীতীশের ডেপুটি সম্রাট চৌধুরীকে ৬.৬ শতাংশ মানুষ পছন্দ করছেন। বিহারে নীতীশের দলের সঙ্গে বিজেপি, এলজেপি (রামবিলাস) জোট করে লড়বে। অন্যদিকে, তেজস্বীর রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস ও বাম দলগুলির সঙ্গে জোটে লড়বে। আপ জানিয়েছে তারা বিহারে সব আসনে প্রার্থী দেবে।

প্রায় দুই দশক ধরে নীতীশ কুমার বিহারে ক্ষমতার শীর্ষে বসে আছেন। অভিযোগ, বার বার শিবির বদলে নিজের গদি অক্ষত রাখেন নীতিশ। পাল্টুরাম হিসাবে তিনি পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার নীতিশ কড়া লড়াইয়ের মুখে পড়তে চলেছেন। বার বার শিবির বদলের জেরে তাঁর গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen