হুগলিতে বসছে ‘বিশ্ব ইজতেমা’, নবান্নে বৈঠকের পর প্রস্তুতির কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

December 15, 2025 | 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: নতুন বছরের শুরুতেই এ রাজ্যের হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’। সোমবার নবান্নে (Nabanna) ইমামদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সমাবেশের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সুষ্ঠুভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি কড়া নির্দেশ দেন।

প্রশাসন সূত্রে খবর, আগামী ২ জানুয়ারি থেকে হুগলির (Hooghly) পোলবার দাদপুর এলাকায় এই ধর্মীয় সমাবেশ শুরু হবে এবং তা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ইমামদের তরফে জানানো হয়েছে, এই সমাবেশে কেবল রাজ্যের বা দেশের নয়, বিদেশেরও বহু মানুষ অংশ নেবেন। চার দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে জোরকদমে প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে।

এদিনের বৈঠকে ইমাম সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রমুখ। এত বিপুল সংখ্যক মানুষের সমাগম যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য হুগলি জেলা প্রশাসন এবং পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগত পুণ্যার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াতের সুবন্দোবস্ত-সবকিছুতেই যেন কোনও ত্রুটি না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি, সমাবেশ চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ প্রশাসনকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ বরাবরই সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে সব ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাঁদের উৎসব-অনুষ্ঠানে শরিক হয়েছেন। দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ থেকে শুরু করে মহাকাল মন্দিরে পুজো দেওয়া- সবক্ষেত্রেই তাঁর উদার মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen