প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় অভিযুক্তের প্রশংসায় BJP নেতা, দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৭: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে (Chief Justice BR Gavai) লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরকে (Rakesh Kishore) ইতিমধ্যেই সাসপেন্ড করেছে বার কাউন্সিল। তবে এই ঘটনায় অনুতপ্ত নন তিনি, বরং নিজের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে অভিযুক্তের সাহসের প্রশংসা করে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি (BJP) নেতা ও বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও (Bhaskar Rao)।
ভাস্কর রাও বলেন, “আপনার সাহসের জবাব নেই।” তিনি আরও বলেন, “প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনা আইনত অন্যায় এবং ভয়াবহ। কিন্তু তবুও আমি অভিযুক্তের সাহসের প্রশংসা করি। এই বয়সে দাঁড়িয়ে ঘটনার পরিণতি না ভেবেই সে যে অবস্থান নিয়েছে, সেটিকে কুর্নিশ।” তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে।
কংগ্রেস নেতা মনসুর খান ভাস্করকে কটাক্ষ করে বলেন, “বিজেপি নেতার ওই মন্তব্য লজ্জাজনক। আপনি একসময়ে আইন রক্ষার দায়িত্বে ছিলেন। কিন্তু এখন এমন একজনকে সমর্থন করছেন, যিনি প্রধান বিচারপতিকে অপমান করেছেন। কী অধঃপতন!”
সোমবার একটি মামলার শুনানির সময় আচমকাই রাকেশ কিশোর প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন। তাঁকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা গিয়েছে, এই ঘটনার পেছনে রয়েছে বিচারপতির আগের একটি মন্তব্য- “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” – যা মধ্যপ্রদেশের একটি বিষ্ণু মূর্তি পুনরুদ্ধার সংক্রান্ত মামলার শুনানিতে উঠে এসেছিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেন এবং বলেন, “প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
রাকেশ কিশোর ২০১১ সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য। বর্তমানে তাঁকে তদন্তকারী সংস্থা আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে প্রধান বিচারপতি গাভাই জানিয়েছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে এবং তিনি সব ধর্মকে সম্মান করেন। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন রাকেশ কিশোরের আচরণ এবং বিজেপি নেতার মন্তব্য।