টাকা নিয়ে আসন বিক্রির সব প্রমাণ আছে, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক রূপা

রূপা গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও।

December 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একুশের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকে কেলেঙ্কারি পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির। প্রথমে তথাগত রায় দিনের পর দিন বাংলার বিজেপি নেতাদের বিরুদ্ধে মহিলা এবং টাকার বিনিময় প্রার্থী পদ বিক্রির অভিযোগ তুলেছেন বারে বারে।

এবারে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলী প্রকাশ্যেই বিজেপির ভেতরের কেলেঙ্কারি তুলে আনতে শুরু করেছেন। রূপা গঙ্গোপাধ্যায় ফেসবুকে নিজের পোস্টের কমেন্ট সেকশনের এক জায়গায় তিনি লেখেন, ‘বন্ধুর পিছনে ছুরি মারা পাবলিক রাজর্ষি লাহিড়ি। রাজর্ষি কোনওদিন কারও হতে পারে না। শিকদার আর এ রায় টাকা নিয়ে সিটটা (৮৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীপদ) বিক্রি করেছে। সব প্রমাণ আমি দিয়ে ছাড়ব।”

শুধু নির্দল প্রার্থীকে সমর্থনই নয়। রূপা গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও। টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরই মঙ্গলবার চন্দ্রশেখর বাসোটিয়াকে বহিষ্কার করে বিজেপি। এখন তাঁর প্রশ্ন, তাহলে রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen